ভারতীয় নারী ক্রিকেটের উদীয়মান তারা তানিয়া
ভারতীয় নারী ক্রিকেটের উদীয়মান তারা তানিয়া ভাটিয়ার জন্মদিন আজ। ১৯৯৭ সালের এই দিনে পাঞ্জাবের চণ্ডীগড়ে জন্ম তার। তানিয়ার বাবা সঞ্জয় ভাটিয়া একজন ব্যাংক কর্মকর্তা। ছবি: ইনস্টাগ্রাম
-
উইকেটরক্ষক ও ডানহাতি ব্যাটার তানিয়া নিজের দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভারতীয় ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।
-
ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে মাত্র ৮ বছর বয়সেই চণ্ডীগড় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেন তানিয়া। সেখানে ভারতের সাবেক ক্রিকেটার যোগরাজ সিং-এর তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেন।
-
শৈশব থেকেই তার দক্ষতা ছিল চোখে পড়ার মতো। মাত্র ১১ বছর বয়সে পাঞ্জাবের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেন এবং ১৬ বছর বয়সে সিনিয়র দলে জায়গা করে নেন তিনি।
-
২০১৮ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। প্রথম ম্যাচে উইকেটের পেছনে এবং ব্যাট হাতে তার পারফরম্যান্স নজর কাড়েন তিনি।
-
মহেন্দ্র সিং ধোনিকে আইডল মানেন তানিয়া।
-
তানিয়া ভাটিয়া তরুণ প্রজন্মের কাছে এক উজ্জ্বল উদাহরণ, বিশেষ করে তাদের জন্য যারা ক্রিকেটকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চায়।