৩৭ বছরে পা দিলেন সাকিব
আজ ৩৭ বছর বয়সে পা দিলেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় খ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৯৮৭ সালের এই দিনে মাগুরায় জন্মগ্রহণ করেন সাকিব।
-
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সব জায়গায় আজ সাকিব বন্দনা। জন্মদিনে কিংবদন্তি এই ক্রিকেটারকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ভক্ত-অনুরাগীরা। এই অলরাউন্ডারকে নিয়ে নিজেদের উচ্ছ্বাস, অনুভূতি প্রকাশ করে নিজেদের ব্যক্তিগত টাইমলাইন এবং ক্রিকেট সম্পর্কিত গ্রুপগুলোতে লিখছেন ভক্তরা। ছবি: সংগৃহীত
-
২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন এই টাইগার। এরপর ব্যাট-বল হাতে শাসন করেছেন ক্রিকেট বিশ্ব। ভেঙ্গেছেন একের পর এক রেকর্ড। ছবি: সংগৃহীত
-
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৩ ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হওয়ার কীর্তি গড়েন সাকিব। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ দলকে। ছবি: সংগৃহীত
-
২০১৯ সালে ব্যাট বল হাতে এক অন্য সাকিবকে দেখছিল ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে করেছিলেন ৬০৬ রান ও বল হাতে নিয়েছিলেন ১১টি উইকেট। ছবি: সংগৃহীত
-
ওয়ানডেতে সাকিব এখন পর্যন্ত ২৪৭ ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৯টি সেঞ্চুরিতে তার রান ৭ হাজার ৫৭০। আর উইকেট রয়েছে ৩১৭টি। ছবি: সংগৃহীত
-
সাদা বলের আরেক ফরম্যাট টি-টোয়েন্টিতে ১১৭ ম্যাচে ২৩৮২ রান ও ১৪০টি উইকেট তাকে বিশ্বসেরা অলরাউন্ডার বানিয়েছে। ছবি: সংগৃহীত
-
টেস্টেও সফল সাকিব। এখন পর্যন্ত ৬৬ টেস্টে ৩৯ গড়ে ৪৪৫৪ রান করেছেন তিনি। একই সঙ্গে সাকিবের শিকার ২৩৩ উইকেট। ছবি: সংগৃহীত
-
ব্যক্তি জীবনে দুই মেয়ে ও এক ছেলের জনক এই অলরাউন্ডার। ছবি: সংগৃহীত