কিংবদন্তি ফুটবলার জিজি রিভা আর নেই
‘বজ্রের হুংকার’ নামে পরিচিত ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার জিজি রিভা আর নেই। ২২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
-
ইতালির হয়ে ৪২ ম্যাচ খেলে ৩৫টি গোল করেছেন রিভা। ১৯৬৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন তিনি। তার ২ বছর পর দলকে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন রিভা। এছাড়া তার হাত ধরেই ইতালির শীর্ষ ক্লাব ফুটবল প্রতিযোগিতা সিরি আঁ-তে একমাত্র শিরোপা জিতেছে ক্যাগলিয়ারি। ছবি: সংগৃহীত
-
১৯৪৪ সালের নভেম্বরে ইতালির লেজ্জিউনোতে এক গরিব পরিবারে জন্ম রিভার। ১৯৫৩ সালে বাবা উগোকে হারান তিনি। বাবার মৃত্যুর পর রিভার মা এদ্রিস একটি টেক্সটাইল ফ্যাক্টরিতে সাফসুতরোর কাজে যোগ দেন। রিভাকে তিনি পাঠিয়ে দেন একটি ধর্মীয় বোর্ডিং স্কুলে। ছবি: সংগৃহীত
-
১৬ বছর বয়সে মা হারান তিনি। রিভার মা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে বড় বোন ফাউস্তার কাছেই থাকতেন রিভা। ফাউস্তা রিভাকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নেন ২০২০ সালে। ছবি: এএফপি
-
শৈশব কত কষ্টে কেটেছে সেটা বোঝাতে গিয়ে ২০১০ সালে ইতালির রাই টেলিভিশনে বলেছিলেন, ‘ফুটবলে নিজের কিছু সাফল্যের বিনিময়ে তিনি শৈশবটা বদল করতে চাইবেন।’ ছবি: সংগৃহীত
-
রিভার মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ কালিয়ারি লিখেছে, ‘গিগি রিভা আজীবন আমাদের মধ্যে বেঁচে থাকবে।’ ছবি: সংগৃহীত