সব ক্রিকেটারের ‘রাজা’ সিকান্দার
দল ভালো অবস্থানে না থাকলেও দারুণ ফর্মে রয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাট হাতে নিজের নামের প্রতিচ্ছবিই যেন ফুটিয়ে তুলছেন ডানহাতি এই অলরাউন্ডার। সর্বশেষ ৫ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে সবগুলোতেই হাফসেঞ্চুরি হাঁকিয়ে সব ক্রিকেটারের ‘রাজা’ হয়েছেন তিনি।
-
দল তেমন ভালো অবস্থানে নেই। তবে নিজের সর্বস্ব দিয়েছেন খেলছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাট হাতে নিজের নামের প্রতিচ্ছবিই যেন ফুটিয়ে তুলছেন মাঠে। সর্বশেষ ৫ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে সবগুলোতেই হাফসেঞ্চুরি হাঁকিয়ে সব ক্রিকেটারের ‘রাজা’ হয়েছেন তিনি।
-
সবশেষ ১৪ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি হাঁকিয়েছেন তিনি। ব্যট হাতেই নয় ঝলক দেখিয়েছেন বল হাতেও। ৪২ বলে ৬২ রানের পাশাপাশি তুলে নিয়েছেন ৩ উইকেট। তবে দলকে জেতাতে পারেননি। ছবি: সংগৃহীত
-
৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলা রাজাকে ফেরান শ্রীলঙ্কার চামিরা। এই ম্যাচে শেষ বলের নাটকীয়তায় ৩ উইকেটে জয় পেয়েছে লঙ্কানরা। ছবি: সংগৃহীত
-
লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচের আগে সিকান্দারের চারটি টি-টোয়েন্টি ম্যাচের রান হলো- ৫৮, ৬৫, ৮২ ও ৬৫। ছবি: সংগৃহীত
-
ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা সিকান্দার রাজা বল হাতেও এসব ম্যাচে চমক দেখিয়েছেন। প্রতিটি ম্যাচেই কমপক্ষে দুটি করে উইকেট শিকার করেছেন তিনি। ছবি: সংগৃহীত
-
এই পাঁচ ম্যাচের মধ্যে সিকান্দার তার সেরা বোলিং করেছেন রুয়ান্ডার বিপক্ষে। সেই ম্যাচে ৩ রান খরচা করে তুলে নিয়েছেন ৩ উইকেট। ছবি: সংগৃহীত