টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে বেশি ছক্কা মেরেছেন যারা
ব্যাট বলের জাদু দেখার জন্য সবাই মুখিয়ে থাকেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরের দিকে। এই খেলায় উপভোগ্য হচ্ছে ছক্কা মারার দৃশ্য। এবার জেনে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন যারা তাদের সম্পর্কে।
-
২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬ বলে ৫৮ রানের ইনিংস খেলেন যুবরাজ সিংহ। ৭টি ছক্কা হাঁকান সেই ম্যাচে। তার মধ্যে ছিল স্টুয়ার্ট ব্রডকে হাঁকানো ৬ বলে ছয় ছক্কা। ছবি: সংগৃহীত
-
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৭ বলে ১১৭ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। সেখানে ১০টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। ছবি: সংগৃহীত
-
২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬ বলে ৫৮ রানের ইনিংস খেলেন যুবরাজ সিং। ৭টি ছক্কা হাঁকান সেই ম্যাচে। এর মধ্যে ছিল স্টুয়ার্ট ব্রডকে হাঁকানো ৬ বলে ছয় ছক্কা। ছবি: সংগৃহীত
-
ডেভিড ওয়ার্নার ৪২ বলে ৭২ রানের ইনিংস খেলেন ২০১০ সালে ভারতের বিরুদ্ধে। ৭টি ছক্কা হাঁকান তিনি। ছবি: সংগৃহীত
-
ক্রিস গেইল আবার এই তালিকায়। ভারতের বিরুদ্ধে ২০১০ সালে ৬৬ বলে ৯৮ রানের ইনিংসে ৭টি ছক্কা হাঁকান। ছবি: সংগৃহীত
-
ব্রেন্ডন ম্যাকালাম ২০১২ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৫৮ বলে ১২৩ রানের ইনিংস খেলেছিলেন। ৭টি ছক্কা হাঁকিয়েছিলেন সেই ম্যাচে। ছবি: সংগৃহীত
-
শেন ওয়াটসন ২০১২ সালে ভারতের বিরুদ্ধে ৪২ বলে ৭২ রানের ইনিংস খেলেন। ৭টি ছক্কা হাঁকান নিজের ইনিংসে। ছবি: সংগৃহীত
-
গত বছর স্কটল্যান্ডের বিরুদ্ধে ৫৬ বলে ৯৩ রানের ইনিংস খেলেছিলেন মার্টিন গাপ্টিল। তিনিও ৭টি ছক্কা হাঁকান। ছবি: সংগৃহীত
-
জাস্টিন কেম্প নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০০৭ সালে ৫৬ বলে অপরাজিত ৮৯ করেছিলেন। হাঁকিয়েছিলেন ৬টি ছক্কা। ছবি: সংগৃহীত
-
স্কটল্যান্ডের বিরুদ্ধে ৩৪ বলে অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেছিলেন এবি ডিভিলিয়ার্স। নিজের ইনিংসে ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। ছবি: সংগৃহীত