শুরু হয়েছে নারী ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প
নারী ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
আগামী মাসের শুরুতে তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ সিরিজকে সামনে রেখে বুধবার (১০ আগস্ট) শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। ছবি : বিসিবি।
-
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ফিটনেস পরীক্ষা দিলেন প্রাথমিক স্কোয়াডে থাকা ২২ নারী ক্রিকেটার। ছবি : বিসিবি।
-
নারী দলের প্রধান কোচ চম্পিকা গামাগে বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে ফিরে গেছেন গত জুনে। তাই স্থানীয় কোচদের অধীনেই শুরু হলো জাহানারা-শুকতারাদের আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি। ছবি : বিসিবি।
-
নারীদের এ ক্যাম্প তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছেন নারী দলের সহকারী কোচ আশিকুর রহমান ও ফিটনেস ট্রেনার ইফতেখারুল ইসলাম। ছবি : বিসিবি।
-
এদিন শুধু ফিটনেস অনুশীলন করলেও শিগগিরই মাঠের অনুশীলনে নামবেন জাহানারারা। আগামী ২৯ আগস্ট পর্যন্ত চলবে এ ক্যাম্প। ছবি : বিসিবি।
-
এরই ফাঁকে নিজেদের মধ্যে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলবে নারী ক্রিকেট দল। ছবি : বিসিবি।
-
সোমবার একাডেমি মাঠে ৪৫ ওভারের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ছবি : বিসিবি।
-
নারী দলের প্রাথমিক স্কোয়াড-এ রয়েছেন সানজিদা ইসলাম ময়না, আয়শা রহমান শুকতারা, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, রুমানা আহমেদ, নিগার সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, শায়লা শারমিন, সালমা খাতুন, রিতু মনি, ফাহিমা খাতুন, জাহানারা আলম...। ছবি : বিসিবি।
-
নারী দলের প্রাথমিক স্কোয়াড-এ আরো রয়েছেন নাহিদা আক্তার, পান্না ঘোষ, খাদিজাতুল কোবরা, সুরাইয়া আজমিন, শামিমা সুলতানা, জান্নাতুল ফেরদৌস সুমনা, হ্যাপি আলম, সুলতানা খাতুন, মুনতাহা হাসনাত, সুমনা আক্তার। ছবি : বিসিবি।