সাফজয়ী মেয়েদের সংবর্ধনায় ছাদখোলা বাস
গতকাল নেপালকে ৩-১ গোলে পরাজিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের সংবর্ধনার জন্য ছাদখোলা বাস তৈরি করা হয়েছে।
-
সদ্য সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবলাররা আগামীকাল বুধবার দুপুরে দেশে ফিরবেন। তাদের সংবর্ধনায় প্রস্তুত হচ্ছে ছাদখোলা বাস। ছবি: মফিজুল সাদিক
-
ইতিহাসগড়া এই নারীরা বিজয়ীর বেশে দেশে ফিরবেন আগামীকাল বুধবার। ওইদিন স্থানীয় সময় দুপুরে সোয়া ১২টায় নেপাল থেকে ফ্লাইটে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী, সিরাত জাহান স্বপ্নারা। এক ঘণ্টার ফ্লাইট শেষে দুপুর সোয়া ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাদের। তাদেরকে সংবর্ধনা স্থলে এই ছাদখোলা বাসে নিয়ে যাওয়া হবে। ছবি: মফিজুল সাদিক
-
প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতার পরই নারী ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার দাবি উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভিন্ন মহল থেকেও এ দাবি আসে। এরই পরিপ্রেক্ষিতে চ্যাম্পিয়ন নারীদের বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে সংবর্ধনা স্থলে নেওয়া হবে। ছবি: মফিজুল সাদিক
-
বিআরটিসি জানায়, ৭৫ সিটের ডাবল ডেকার বাসের দুই তলায় ৮ থেকে ১০টি সিট তুলে ফেলা হয়েছে। পাশাপাশি বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা হচ্ছে। ছবি: মফিজুল সাদিক
-
একই সঙ্গে বাসের গায়েও বিজয়ীদের স্টিকার লাগানো থাকবে। ছবি: মফিজুল সাদিক
-
আজ রাত ৮টার মধ্যেই ছাদখোলা বাসটি প্রস্তুত হবে। ছবি: মফিজুল সাদিক
-
মতিঝিল বাস ডিপোর ম্যানেজার মো. মাসুদ তালুকদার জাগো নিউজকে জানিয়েছেন, বাসটি প্রস্তুত হচ্ছে। ডাবল ডেকার বাসের ছাদ কেটে ফেলাসহ ৮ থেকে ১০টি সিট খুলে ফেলা হয়েছে। আশা করি রাত ৮টার মধ্যেই বাসটি প্রস্তুত হবে। ছবি: মফিজুল সাদিক