টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বাংলাদেশের স্কোয়াড
অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে আসন্ন বিশ্বকাপের দল। জেনে নিন এ তালিকায় কারা স্থান পেয়েছেন।
-
সাকিব আল হাসান (অধিনায়ক): আশা করা যাচ্ছে এবার তিনি স্বরূপে জ্বলে উঠবেন। ছবি: সংগৃহীত
-
লিটন কুমার দাস: তিনি মূলত উইকেট কিপার। পাশাপাশি ডানহাতে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে থাকেন। ছবি: সংগৃহীত
-
আফিফ হোসেন ধ্রুব: ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাকে শ্রীলঙ্কা দলের বিপক্ষে বাংলাদেশে টি-২০ আন্তর্জাতিক দলে অন্তর্ভুক্ত করা হয়। ছবি: সংগৃহীত
-
সাব্বির রহমান: সাব্বির রহমান ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ ব্রেক বোলার হিসেবে দলে ভূমিকা রাখেন। ছবি: সংগৃহীত
-
মেহেদি হাসান মিরাজ: একজন পরিপূর্ণ অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে ভূমিকা পালন করছেন তিনি। ছবি: সংগৃহীত
-
মোসাদ্দেক হোসেন সৈকত: তিনি ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন। পাশাপাশি ডানহাতে অফ ব্রেক বোলিংয়েও পারদর্শী। ছবি: সংগৃহীত
-
নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক): তিনি মূলত একজন অলরাউন্ডার এবং ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলেন। ছবি: সংগৃহীত
-
নাসুম আহমেদ: নাসুমের সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ২০১১ সালে। ছবি: সংগৃহীত
-
মোস্তাফিজুর রহমান: তার ব্যাট বলের জাদু দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। ছবি: সংগৃহীত
-
তাসকিন আহমেদ: বামহাতি ব্যাটসম্যান ও ডানহাতি ফাস্ট বোলার হিসেবে দলে খেলে থাকেন। ছবি: সংগৃহীত
-
ইয়াসির আলি চৌধুরী: তিনি দুর্দান্ত ব্যাটিং করেন। ছবি: সংগৃহীত
-
মোহাম্মদ সাইফউদ্দিন: তিনি একজন বোলিং অলরাউন্ডার। ছবি: সংগৃহীত
-
এবাদত হোসেন চৌধুরী: পেসার হিসেবে তার বেশ খ্যাতি রয়েছে। ছবি: সংগৃহীত
-
নাজমুল হোসেন শান্ত: নাজমুল বা-হাতি ব্যাটসম্যান এবং ডান-হাতি ফাস্ট বোলার হিসেবে ভালো খেলছেন। ছবি: সংগৃহীত
-
হাসান মাহমুদ: ২০১৭ সালে তিনি জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগ ক্রিকেট দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন। এছাড়াও রিজার্ভ খোলোয়াড় রয়েছেন শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান ও সৌম্য সরকার। ছবি: সংগৃহীত