কেমন হবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একাদশ?
আজ এশিয়া কাপে আরব আমিরাতের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। দেখে নিন যেমন হতে পারে ভারতীয় আজকের একাদশ।
-
পাকিস্তানের বিরুদ্ধে মাঠে ফিরবেন বিরাট কোহলি। সুযোগ পাবেন দীনেশ কার্তিক? কেমন হবে দলের বোলিং আক্রমণ-এমনটাই ভাবছেন ক্রিকেটপ্রেমীরা। ছবি: সংগৃহীত
-
গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই এবারও ভারতীয় দলের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মা ও কেএল রাহুলকেই ওপেন করতে দেখা যাবে। ছবি: সংগৃহীত
-
গত বছর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অর্ধশতরান করেছিলেন বিরাট কোহলি। প্রায় মাসখানেক বিশ্রামের পর ফেরা প্রাক্তন ভারতীয় অধিনায়কের থেকে একইরকম পারফরম্যান্সের প্রত্যাশায় রয়েছে সকলে। ছবি: সংগৃহীত
-
কিপার হিসেবে ঋষভ পান্থই দলে সুযোগ পাচ্ছেন, সে নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ছবি: সংগৃহীত
-
ভারতীয় দলের মিডল অর্ডারে সূর্যকুমার যাদবকে সরানো এই সময় কার্যত অসম্ভব। ছবি: সংগৃহীত
-
হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড দক্ষতাকে গত বছর খুব মিস করেছিল ভারতীয় দল। তবে সম্পূর্ণ ফিট হার্দিক এবার আগেরবারের হতাশা ভুলে দলকে জেতাতে নিশ্চয়ই সবটা উজাড় করে দেবেন। ছবি: সংগৃহীত
-
পান্থ দলে কিপার হিসাবে খেললেও দীনেশ কার্তিক হালে ফিনিশারের ভূমিকায় যেমন ব্যাট করেছেন, তাতে তার প্রথম ম্যাচে অন্তত দলে থাকা নিশ্চিত। ছবি: সংগৃহীত
-
দলের দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে একাদশে সুযোগ পাবেন রবীন্দ্র জাদেজা। ছবি: সংগৃহীত
-
বুমরা চোটের জন্য নেই, স্কোয়াডে নেই মোহাম্মদ শামি। তাই তুলনামূলক তরুণ ভারতীয় বোলিং বিভাগকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব ভুবনেশ্বর কুমারের কাঁধে। ছবি: সংগৃহীত
-
অর্শদীপ সিংহ হালে যেমন বোলিং করেছেন, তাতে তার দলে জায়গা পাওয়া নিশ্চিত বলে ধরাই যায়। ছবি: সংগৃহীত
-
দলের দ্বিতীয় স্পিনার হিসেবে যুজবেন্দ্র চাহাল জায়গা না পেলে, তার থেকে অধিক বিস্ময়ের আর কিছুই হবে না। ছবি: সংগৃহীত