বিশ্বের অন্যতম ক্ষমতাশালী মুসলিম ফুটবলার সালাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ ৬ তথ্য
বিশ্ববিখ্যাত তারকা ফুটবলার মহম্মদ সালাহ পৃথিবীর মধ্যে অন্যতম ক্ষমতাশালী মুসলিম। এবারের অ্যালবামের মাধ্যমে জেনে নিন সালাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য।
-
মহম্মদ সালাহ বিশ্বের সেরা ক্ষমতাশালীদের একজন। তার সম্পর্কে এমনই তথ্য দিল একটি মার্কিন ওয়েবসাইট সংস্থা।
-
দ্য মুসলিম ৫০০- নামের একটি ওয়েবসাইট বিশ্বের অন্যতম ক্ষমতাশালী ৫০ জন মুসলিম ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ৪৬ নম্বরে রয়েছেন সালাহ।
-
লিভারপুলের হয়ে সোনার বুটজয়ী তারকা ফুটবলার নিজের দেশ মিশরে এমনিতেই ভীষণ জনপ্রিয়। গত মার্চে মিশরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ১ মিলিয়নের বেশি মানুষ সালাহকে মিশরের প্রসিডেন্ট হিসাবে দেখতে চেয়েছিলেন।
-
মিশরে প্রচুর সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত সালাহ। শার্ম এল শেখ শহরে সালাহর একটি মূর্তিও উন্মোচিত হয়েছে।
-
ইসরায়েলের তারকা ফুটবলার মোয়ানেস ডাবরকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে লিভারপুল। তবে জেরুজালেম পোস্ট নামের একটি পত্রিকায় খবর প্রকাশিত হয়, ডাবরকে দলে নিলে সালাহ লিভারপুল ছাড়ার হুমকি দিয়ে রেখেছেন।
-
ইজরায়েলি ইহুদিদের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের পুরনো দ্বন্দ্ব রয়েছে। তাই কোনোভাবেই একজন ইহুদি ফুটবলারের সঙ্গে এক দলে খেলতে চান না সালাহ। লিভারপুলে এখন তিনি এক নম্বর তারকা। তাই সালাহর এমন হুঁশিয়ারিতে নড়েচড়ে বসেছে টিম ম্যানেজমেন্ট।