ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে যা করবেন
আমাদের প্রায় প্রত্যেকের বাসায় ফ্রিজ রয়েছে। অনেক সময় ফ্রিজে অতিরিক্ত বরফ জমে যায়। এ নিয়ে বেশ সমস্যায় পড়তে হয়। এবার জেনে নিন আপনার ফ্রিজে অতিরিক্ত বরফ জমে গেলে যেসব বিষয়ে খেয়াল রাখতে হবে।
-
ফ্রিজে বেশি বরফ জমলে তা প্লাস্টিক বা কাঠের চামচ দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে ফেলুন। এ ধরনের চামচ ব্যবহার করলে ফ্রিজের গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থকবে না। ছবি: সংগৃহীত
-
থার্মোস্টেট যদি সঠিক তাপমাত্রায় অর্থাৎ শূন্য ডিগ্রি ফারেনহাইটে না থাকে, তাহলে অতিরিক্ত বরফ জমা হতে পারে ফ্রিজে। তাই প্রতি সপ্তাহে একবার থার্মোস্টেট পরীক্ষা করতে হবে। ফ্রিজে যদি থার্মোমিটার না থাকলে, তা স্থাপন করা জরুরি। ছবি: সংগৃহীত
-
বাসার দেওয়ালের সঙ্গে ফ্রিজ কখনো লাগিয়ে রাখবেন না। দেয়াল থেকে অন্তত এক ফুট দূরত্বে ফ্রিজ রাখুন। এতে ফ্রিজের কয়েল খুব সহজে ঠান্ডা থাকে। ছবি: সংগৃহীত
-
আপনার ফ্রিজ খোলার পর কাজ শেষ করে দরজা যত দ্রুত সম্ভব ভালোভাবে বন্ধ করুন। কখোনেই ফ্রিজ খুলে রাখা যাবে না। ছবি: সংগৃহীত
-
কখোনেই রান্না করা খাবার গরম থাকতে ফ্রিজে রাখা যাবে না। গরম খাবার আগে ভালোভাবে ঠান্ডা করুন। এরপর ফ্রিজে রাখতে হবে। মনে রাখবেন গরম খাবার ফ্রিজে রাখলে বেশি বরফ জমে। ছবি: সংগৃহীত
-
ওয়াটার হিটার বা ওভেন বা চুলার পাশে রাখা যাবে না। কারণ বেশি গরমের মধ্যে থাকলে ফ্রিজে বরফ তৈরি হয়। ছবি: সংগৃহীত