বৃষ্টির মধ্যে বাইক চালাতে যেসব বিষয় খেয়াল রাখবেন
যারা পথ চলতে বাইকের উপর নির্ভরশীল তাদের বৃষ্টির মধ্যেও বাইক নিয়ে গন্তব্যের দিকে ছুটতে হয়। এ সময়ে কিছু বিষয়ে খেয়াল না রাখলে তারা দুর্ঘটনায় পড়তে পারেন। এবার জেনে নিন বৃষ্টির মধ্যে বাইক চালাতে যেসব বিষয় মাথায় রাখবেন।
-
কখনোই কম দামের রেইনকোট ও হেলমেট ব্যবহার করবেন না। ছবি: সংগৃহীত
-
বর্ষার মৌসুমে হেলমেটের ভাইজারে দুর্ঘটনা এড়াতে ফিঙ্গার ওয়াইপার কিনুন। এতে বারবার বাইক দাঁড় করিয়ে হেলমেটের ভাইজার মুছতে হবে না। ছবি: সংগৃহীত
-
সামনে থাকা গাড়িকে ফলো করুন। তবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। এতে রাস্তায় পানিতে ডুবে থাকা গর্তের অবস্থান বুঝতে সুবিধা হবে। ছবি: সংগৃহীত
-
খুব বেশি পানিতে ডুবে থাকা রাস্তা এড়িয়ে চলুন। হাঁটু পর্যন্ত জমা পানিতে বাইক চালালে ইঞ্জিনের ক্ষতি হতে পারে। সাইলেন্সরে পানি ঢুকতে পারে। বাইক কখনোই বেশিক্ষণ পানির উপর দাঁড় করিয়ে রাখবেন না। ছবি: সংগৃহীত
-
বৃষ্টিতে কখনোই হঠাৎ ব্রেক কষবেন না। পিছনের ব্রেক ব্যবহার করুন বেশি। খুব প্রয়োজন হলে হালকা করে সামনের ব্রেক চাপুন। পিচ্ছিল রাস্তায় গাড়ি সোজা রাখার চেষ্টা করবেন। ছবি: সংগৃহীত
-
বর্ষার মৌসুমে গাড়িতে বাড়তি লাইট থাকলে ভালো। তবে লাইট ফিট করবেন একটু নিচের দিকে। ছবি: সংগৃহীত