যেভাবে এক ডিভাইসে ৪ হোয়াটসঅ্যাপ একাউন্ট চালাবেন
একসঙ্গে চারটে ডিভাইসে চালানো যাবে একই WhatsApp অ্যাকাউন্ট। জেনে নিন এ সম্পর্কে।
-
একই সঙ্গে চার-চারটে ডিভাইস থেকে চালানো যাবে একই WhatsApp অ্যাকাউন্ট! খুব শীঘ্রই এমন ফিচার আনতে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম।
-
নতুন এই ফিচার কাজে লাগিয়ে একজন WhatsApp ব্যবহারকারী নিজের অ্যাকাউন্টটি চারটি আলাদা আলাদা ডিভাইসে চালাতে পারবেন। সম্প্রতি Facebook-এ একটি ছবি শেয়ার করে এ বিষয়টি প্রথম জানানো হয়।
-
টুইট করে WABetaInfo জানিয়েছে, ওয়াইফাই কানেক্টিভিটি ব্যবহার করে এই ফিরাচের সাহায্যে চারটি ডিভাইসে ডেটা সিঙ্ক করা যাবে। তবে ওয়াইফাই কানেক্টিভিটি ছাড়াও যাতে এই ফিচার ব্যবহার করা যায়, তার জন্য ভাবনা-চিন্তা চালাচ্ছে WhatsApp।
-
এখন পর্যন্ত মাল্টি-ডিভাইস অপশনে কাজ করার কোনও অপশন নেই জনপ্রিয় এই মেসেজিং প্লাটফর্মে। যদিও ডুয়াল অ্যাপ্লিকেশন সাপোর্টযুক্ত Android স্মার্টফোনে একই সঙ্গে দুটি WhatsApp অ্যাকাউন্ট চালানো যায়।
-
WABetaInfo-এর টুইট থেকে জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ফিচার পরীক্ষামূলকভাবে চালাতে শুরু করেছে WhatsApp। WhatsApp Beta ভার্সনে এখনও পর্যন্ত উপলব্ধ নয় এই বিশেষ ফিচার। তবে খুব শীঘ্রই WhatsApp-এর সমস্ত ভার্সানেই কাজ করবে এই বিশেষ ফিচার।