ঈদ যাত্রীদের সেবায় ট্রেনের বগি মেরামত
ঈদ যাত্রীদের সেবা দিতে ট্রেনের বগি মেরামত নিয়ে এই অ্যালবাম।
-
কদিন পরেই শুরু হবে ঈদের ঘরমুখো যাত্রীদের নাড়ির টানে বাড়ি ফেরার পালা। আর এ যাত্রায় অতিরিক্ত যাত্রীদের সেবা দিতে ট্রেনে বাড়তি বগি সংযোজন করা হবে। তাই চলছে পুরোনো বাগি মেরামতের কাজ। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ডকইয়র্ডের কাছে যেতে শোনা গেছে মেরামতের টুকটাক শব্দ। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
সারাদিন রোজা রেখেও রেলের মেরামত কর্মীরা বগির সংস্কারের কাজ করে যাচ্ছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
মেরমাত কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের যাত্রীদের সেবা দিতে পারবেন বলে সারাদিন কাজ করেও তাদের মনে কোনো ক্লান্তি নেই। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ট্রেনের বাগি গুলোতে চলছে ঝালাইয়ের কাজ। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
চলতে গিয়ে কোনো রকমের সমস্যা না হয় সেজন্য ভালো করে পরীক্ষা করে দেখছেন এই মেরামত কর্মী। ছবি : বিপ্লব দিক্ষিৎ।