কম দামে নতুন আইফোন
করোনা আতঙ্কের মধ্যে এলো নতুন আইফোন। কম দামে পাওয়া যাবে এই আইফোন। জেনে নিন অ্যাপেলের নতুন এ আইফোন সম্পর্কে।
-
অনেক আলোচনার পর বাজারে এলো আইফোন এসই (২০২০)। যা অ্যাপেল এর লেটেস্ট লাইন-আপের সবচেয়ে কম দামের আইফোন। এই ফোনে রয়েছে ৪.৭ ইঞ্চি ডিসপ্লে।
-
ফোনের ভিতরে রয়েছে এ১৩ বায়োনিক চিপ। গত বছর আইফোন ১১ সিরিজেও একই চিপ ব্যবহার হয়েছিল। আইফোন এসই (২০২০) তে আইফোন ৮ এর মতো ডিজাইন দেখা গেছে। এতে রয়েছে টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
-
৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজে পাওয়া যাবে আইফোন এসই (২০২০)। ভারতের বাজারে ৬৪ জিবি স্টোরেজের আইফোন এসই (২০২০) এর দাম ৪২,৫০০ টাকা। তবে অন্য দুটির দাম প্রকাশ করেনি অ্যাপল।
-
মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৪ জিবি স্টোরেজের আইফোন এসই (২০২০) ৩৯৯ মার্কিন ডলার, ১২৮ জিবি ৪৯৯ মার্কিন ডলার ও ও ২৫৬ জিবি স্টোরেজের ফোন কিনতে ৫৪৯ মার্কিন ডলার খরচ হবে।
-
২৪ এপ্রিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি শুরু হবে নতুন আইফোন। কালো, সাদা ও লাল রঙে পাওয়া যাবে আইফোন এসই (২০২০)।
-
আইফোন এসই (২০২০) -তে থাকছে HD IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেতে সর্বোচ্চ 625 nits ব্রাইটনেস পাওয়া যাবে। ফোনের ভিতরে রয়েছে এ১৩ বায়োনিক চিপ। অন্যান্য ফোনের মতোই আইফোন এসই (২০২০)-র ব্যাটারি ও মেমোরি স্পেসিফিকেশন প্রকাশ করেনি অ্যাপেল।
-
আইফোন এসই (২০২০)-তে থাকছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন। থাকছে ৪কে রেকর্ডিং। একটি মাত্র ক্যামেরায় আইফোন এসই (২০২০)-তে পোট্রেট মোডে ছবি উঠবে। কম্পিউটেশনাল ফটোগ্রাফি প্রযুক্তি ও এ১৩ বায়োনিক চিপের নিউরাল ইঞ্জিনের মাধ্যমে এই কাজ হবে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে রয়েছে ৭ মেগাপিক্সেল ক্যামেরা।