করোনা থেকে বাঁচতে যেভাবে মোবাইল পরিষ্কার করবেন
বিশ্বজুড়ের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন হাত থেকে করোনা ভাইরাস ছড়ায়। তবে প্লাস্টিকেও এই ভাইরাস টিকে থাকে। আর তাই ফোনে এই ভাইরাস থেকে যেতেই পারে। তাই পরিষ্কার করে নেয়া দরকার। এবার জেনে নিন করোনা থেকে বাঁচতে যেভাবে মোবাইল পরিষ্কার করবেন।
-
প্রথমে নিজের মোবাইল ফোনটি সুইচ অফ করুন, তারপর প্রটেক্টিভ কভারটি সরিয়ে ফেলুন।
-
তারপর মোবাইল থেকে ব্যাটারিটা খুলে ফেলুন। সাধারণ ব্যবহারকারীরা মোবাইল পরিষ্কার করার সময় ব্যাটারি খুলে ফেলার কথা ভুলে যান। তাই এটি মনে করে প্রথমেই করে নেয়া ভালো।
-
একটি শুকনো কাপড় দিয়ে মোবাইল ফোনটি পরিষ্কার করে ফেলুন।
-
পরিষ্কার করা লিকুইড কাপড়ে ব্যবহার করে তারপর পরিষ্কার করুন।
-
ফোনের চারদিকটাই পরিষ্কার করুন। দরকার পড়লে ব্রাশ দিয়ে ধুলো পরিষ্কার করে ফেলতে পারেন।
-
কোনো পরিষ্কার করার লিকুইড সামান্য একটু কাপড়ে লাগিয়ে সেটিকে দিয়ে পরিষ্কার করতে পারেন।
-
ব্লেয়ার ব্যবহার করে ফোনের চার্জিং পোর্ট, স্পিকার ও অডিও পোর্ট পরিষ্কার করতে ফেলতে পারেন। না হলে ফুঁ দিয়েও পরিষ্কার করতে পারেন।
-
ক্যামেরা পরিষ্কার করার বিষয়ে ক্লিনিং লিকুইডের কাপড় ব্যবহার করতে পারেন।
-
সবার শেষে মোবাইলের প্রটেক্টিভ কভার পরিষ্কার করবেন। এটাই শেষ কাজ। এরপর পাঁচ মিনিট বাদে ফোন অন করুন।