লঞ্চ নয় যেন পাঁচ তারকা হোটেল
সুন্দরবন লঞ্চ নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
সুন্দরবন-১০ লঞ্চের আধুনিক সুবিধা দেখলে মনে হবে এযেন পাঁচ তারকা হেটোল। বিশ্বমানের যাত্রী সেবার প্রত্যয়ে এটি নির্মাণ করা হয়েছে।
-
এটি লিফটযুক্ত অত্যাধুনিক বিলাস বহুল লঞ্চ। বাংলাদেশের জলপথে এ ধরনের লঞ্চ যাত্রী সেবার জন্য প্রথম যাত্রা শুরু করতে যাচ্ছে।
-
বরিশাল-ঢাকা নদী পথে যাত্রীদের যাত্রা আরো আরামদায়ক করতে দেশের অন্যতম নৌযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান সুন্দরবন নেভিগেশন কোম্পানি সমুদ্রগামী বড় জাহাজের আদলে তৈরি করছে এ লঞ্চটি।
-
লঞ্চের প্রতিটি কেবিনে দৃষ্টিনন্দন আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছে। যা রুচিশীল যাত্রীদের জন্য লঞ্চযাত্রায় বাড়তি আনন্দ দেবে।
-
সুন্দরবন লঞ্চের কেবিনের উন্নতমানের আসবাবপত্র দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে।
-
কেবিন আলোকিত করতেও রয়েছে বর্ণীল বৈদ্যুতিক আলোকসজ্জা।
-
অতিথির উষ্ণ অর্ভ্যথনায় যাত্রীদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে সুন্দরবন লঞ্চ কর্তৃপক্ষ।
-
চলাফেরায় অক্ষম শারীরিক প্রতিবন্ধীদের সুবিধার জন্য প্রায় ৪ তলা এ লঞ্চটিতে থাকছে লিফটের ব্যবস্থা।
-
এ ছাড়া যাত্রীদের আকৃষ্ট করতে প্লে-গ্রাউন্ড, ফুড কোড এড়িয়া এবং ওয়াইফাই সুবিধাসহ রাখা হচ্ছে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা।
-
সুন্দরবন লঞ্চের আধুনিক যাত্রী সেবার মান আমাদের দেশের প্রচলিত লঞ্চযাত্রার ধারণা পুরোপুরি পাল্টে দেবে।
-
সুন্দরবন-১০ লঞ্চাটি ২৫ থেকে জুন বরিশাল-ঢাকা নদী পথে যাত্রী পরিবহন শুরু করবে।