যে ৬টি অ্যাপ নষ্ট করে দিতে পারে আপনার স্মার্টফোন
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৯
আপডেট: ০২:৪৬ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৯
স্মার্ট ফোন মানেই তো বিভিন্ন অ্যাপ ব্যবহার করা। কিন্তু কিছু কিছু অ্যাপ আপনার পছন্দের স্মার্ট ফোনটি নষ্ট করে দিতে পারে। জেনে নিন সেই অ্যাপ সম্পর্কে।
-
২০১৫ সালের ফেসবুক অ্যাপ ফোনে থাকলে তা এখনই আনইনস্টল করুন। কোনোভাবে সুরক্ষিত নয় ফেসবুকের এই অ্যাপ। আপনার ফেসবুক অ্যাপ আপডেট চাইলে তা করে ফেলুন দ্রুত।
-
২০১৫ সালের মেসেঞ্জাও মুছে ফেলুন ফোন থেকে।
-
২০১৫ সালের SHAREit থাকলে তা একেবারেই ব্যবহার যোগ্য না বলে জানিয়েছে বিশেষজ্ঞ টিম।
-
Smule ফোনে থাকলে তা সর্বশেষ নতুন আপডেট করে নিন। কারণ পুরনো অবস্থায় অ্যাপটি থাকলে সহজে আপনার ফোনে হানা দিতে পারবে হ্যাকারা।
-
ছবি তোলার জন্য Retrica ব্যবহার করেন, অজান্তেই তথ্য তুলে দিচ্ছেন হ্যাকারদের হাতে। ২০১৬ সালের Retrica অ্যাপকে তালিকাভুক্ত করেছে বিশেষজ্ঞের দল।
-
২০১৫ সালের WeChat থাকলে তা এখনই সরিয়ে দিন ফোন থেকে।