আমেরিকার সেরা ১০ স্থাপনা
আমেরিকা অনেক দেশের মানুষের কাছেই স্বপ্নের দেশে বলে বিবেচিত। সে দেশের সব স্থাপনাই উন্নত। এবার দেখুন আমেরিকার সেরা ১০টি স্থাপনা।
-
আমেরিকার মিনেপোলিসের দ্য ওয়াকার আর্ট সেন্টারটি বাক্সের আকৃতির এক ভবন। এর ডিজাইন করেছেন এডওয়ার্ড লারাবি বার্নেস। এটি দেখতে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ছুটে আসেন।
-
এটি স্পেনিশ রেঁনেসা যুগের অন্যতম স্থপত্য নিদর্শন। আমেরিকার সেইন্ট লুইস ক্যাথেড্রাল লুইসিয়ানার নিউ অর্লিন্সের সবচেয়ে আইকনিক ভবন এটি।
-
শিকাগোর মেরিনা সিটির ডিজাইন করেন স্থপতি বার্ট্রান্ড গোল্ডবার্গ। এর ডিজাইন সত্যিই অবাক করার মতো। দেখলে নিমেষেই চোখ জুড়িয়ে যায়।
-
সুদৃশ্য স্থাপনাটি ফিলাডেলফিয়ার থার্টিথ স্ট্রিট স্টেশন। এর ডিজাইন করেছেন গ্রাহাম।
-
এটি পৃথিবীর সর্বোচ্চ রেসিডেন্টাল ভবন ৮ স্পার্স স্ট্রিট। সুন্দর ভবনটির ডিজাইন করেন ফ্রাঙ্ক গেহরি। আকাশছোঁয়া ভবনটি ৮৯২ ফুট উঁচু।
-
আমেরিকার লস অ্যাঞ্জেলসের দ্য ওয়াল্ট ডিজনি কনসার্ট হলটি ফ্রাঙ্ক গেহরির এক অনন্য স্থাপনা। চোখজুড়ানো ভবনটি স্টেইনলেস স্টিলের তৈরি।
-
ট্রেন স্টেশন যে শৈল্পিক হতে পারে তার প্রমাণ আমেরিকার ওহিওর সিনসিনাতি ইউনিয়ন টার্মিনাল। এটি নির্মাণ করেন স্থপতি আলফ্রেড টি ফেলহেইমার এবং স্টিয়ার্ড ওয়াগনার।
-
এই স্থাপনাটির নাম হচ্ছে দ্য গেটি সেন্টার। লস অ্যাঞ্জেলসের এই স্থাপনার ডিজাইন করেন রিচার্ড মেইয়ার।
-
নিউইয়র্ক সিটির এইটথ এভিনিউকে মাথায় রেখে তৈরি করা হয় দ্য হিয়ার্স্ট টাওয়ার।
-
আমেরিকার নিউইয়র্কের নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভেতরের অংশ। এটি ডিজাইন করেছেন স্পেনিশ স্থপতি সান্তিয়াগো ক্যালাট্রাভা।