জেনে নিন কোন মোবাইল ফোন সবচেয়ে বেশি ক্ষতিকারক রেডিয়েশন ছড়ায়
প্রকাশিত: ০৩:০২ পিএম, ০৭ নভেম্বর ২০১৮
আপডেট: ০৬:৫১ পিএম, ১৯ জানুয়ারি ২০২০
শরীরের কাছাকাছি থাকার ফলে এই ফোন থেকে বেরিয়ে আসা রেডিয়েশনও প্রবেশ করছে আমাদের দেহে। ভবিষ্যতে তা দেহের মারাত্মক ক্ষতি করতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। জেনে নিন রেডিয়েশন নিয়ে বিশিষ্ট কনজিউমার ডেটা ফার্ম স্টাটিতা এর রিপোর্ট।
-
কানে রেখে কথা বললে Xiaomi Mi A1 রেডিয়েশন ছাড়ায় ১.৭৫ ওয়াটস পার কিলোগ্রাম।
-
OnePlus 5T এর রেডিয়েশন ১.৮৬ ওয়াটস পার কিলোগ্রাম।
-
Huawei Mate 9 এর রেডিয়েশন ১.৬৪ ওয়াটস পার কিলোগ্রাম।
-
Huawei Mate P9 Plus এর রেডিয়েশন ১.৪৮ ওয়াটস পার কিলোগ্রাম।
-
OnePlus 5 এর রেডিয়েশনের পরিমাণ ১.৮৬ ওয়াটস পার কিলোগ্রাম।
-
iPhone 7 এর রেডিয়েশনের পরিমাণ ১.৩৮ ওয়াটস পার কিলোগ্রাম।
-
Sony Xperia XZ1Compact এর রেডিয়েশনের পরিমাণ ১.৩৬ ওয়াটস পার কিলোগ্রাম।