বিশ্বের সবচেয়ে দামি ১০টি স্মার্টফোন
এখন অনেকেই দামি ফোন ব্যবহার করতে পছন্দ করেন। বাজারে নতুন ফোন আসলেই ছুটে যান তা দেখতে। বলা চলে দামি স্মার্টফোন অনেকের কাছে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এবার জেনে নিন ১০টি দামি স্মার্টফোন সম্পর্কে।
-
আইফোন এক্সএস ম্যাক্স : এ বছর অ্যাপল বাজারে ছেড়েছে তাদের সবচেয়ে দামি আইফোনের মডেল। আইফোন এক্সএস ম্যাক্স ৫১২ জিবি মডেলের ফোনটির দাম ১ হাজার ৪৪৯ মার্কিন ডলার বা প্রায় ১ লাখ ২৩ হাজার টাকা।
-
ভার্চু অ্যাস্টার পি গোল্ড : ভার্চু দেড় বছর পর অ্যাস্টার পি গোল্ড স্মার্টফোন দিয়ে বাজারে ফিরছে। ফোনটির দাম শুরু হচ্ছে ৪ লাখ টাকা থেকে। তবে এর সোনার প্রলেপ দেওয়া বিশেষ সংস্করণের দাম হবে প্রায় ১২ লাখ টাকা (১৪ হাজার ১৪৬ মার্কিন ডলার)।
-
হুয়াওয়ে মেট ২০ আরএস পোরশে ডিজাইন : ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে বাজারে ছাড়া পোরশে ডিজাইন হুয়াওয়ে মেট ২০ আরএস বিশেষ সংস্করণের ফোন। এর দাম প্রায় ১ লাখ ৬৭ হাজার টাকা (১ হাজার ৬৯৫ ইউরো)।
-
ক্যাভিয়ার আইফোন এক্সএস ম্যাক্স : ক্যাভিয়ার আইফোন এক্সএস সিরিজে স্মার্টফোনের একদিকে ফোন ও অন্যদিকে মেকানিক্যাল ওয়াচ রয়েছে। ফোনটির কালো বা সোনালি রঙের সংস্করণের দাম পড়বে ৬ হাজার ৩২০ মার্কিন ডলার বা প্রায় ৫ লাখ ৩৬ হাজার টাকা।
-
দ্য ডায়মন্ড ক্রিপ্টো : ডায়মন্ড ক্রিপ্টো বিশ্বের ব্যয়বহুল ফোনের মধ্যে একটি। যারা নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখেন, তাদের জন্য এই ফোন। এই ফোনের দাম ১৩ লাখ ডলার।
-
ভিআইপিএন ব্লাক ডায়মন্ড : ভিআইপিএন ব্লাক ডায়মন্ড ফোনের দাম ৩ লাখ মার্কিন ডলার। এই ফোনের মাত্র ৫ ইউনিট উৎপাদন হয়েছে। তবে এই ফোনের মালিক কারা, তা এখনো কেউ জানেন না।
-
স্যাভিলি শ্যাম্পেইন ডায়মন্ড : এই ফোনের দাম প্রায় ৫৭ হাজার মার্কিন ডলার। এই ফোনে আছে ১৮ ক্যারেট গোল্ড শেল সঙ্গে ৩৯৫ সাদা ও কনিয়াক ডায়মন্ড। অ্যান্ড্রয়েড চালিত ফোনটিতে কাস্টমাইজড সুবিধা রয়েছে।
-
গোল্ডভিশ একলিপ্স : গোল্ডভিশ একলিপ্স ফোনের দাম ৭ হাজার ৬৬৮ ডলার। দামি মেটাল ও লেদারে তৈরি এই ফোন। এ ফোনটির ম্যাজিক অনিক্স অ্যালিগেটর সংস্করণের দাম ৭ হাজার ৯৬৫ ডলার।
-
সিরিন সোলারিন : বিশ্বের দামি স্মার্টফোনগুলোর একটি হচ্ছে, ইসরায়েলের স্টার্টআপ সোলারিনের প্রাইভেসিকে গুরুত্ব দিয়ে তৈরি সিরিন সোলারিন ফোনটি। অ্যান্ড্রয়েডচালিত ফোনটির দাম ১৪ হাজার মার্কিন ডলার।
-
অপো ফাইন্ড এক্স ল্যাম্বরগিনি এডিশন : চীনের স্মার্টফোন নির্মাতা অপো তাদের সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মুক্ত করেছে। ল্যাম্বরগিনি লিমিটেড এডিশনটি ৫১২ জিবি মডেলে পাওয়া যাবে। এর দাম ১ হাজার ৬৯৯ ইউরো।