৩০ বছর ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে আছে বিশ্বের সবচেয়ে বড় বিমান
শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি ৩০ বছর ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে আছে বিশ্বের সবচেয়ে বড় বিমান। এবার দেখুন এই অসমাপ্ত বিমানের ছবি।
-
অ্যান্টোনোভ এএন-২২৫। বিশ্বের সবচেয়ে বড় যাত্রাবাহী প্লেন হিসাবে নির্মাণ কাজ শুরু করা হয়েছিল এই মডেলের।
-
গত ৩০ বছর ধরে ইউক্রেনের এক হ্যাংগারে পড়ে রয়েছে প্লেনটা।
-
বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী প্লেন এয়ারবাস এ-৩৮০। এই এয়ারবাসের বৃহত্তম এ-৩৮০ মডেলের থেকেও নয় মিটার লম্বা অ্যান্টোনোভ এএন-২২৫।
-
প্লেনটার নির্মাণকাজ শেষ করতে প্রয়োজন ২৫০ থেকে ৩৫০ মিলিয়ন ডলার। সেই অর্থ পাওয়া গেলেই প্লেনটির নির্মাণকাজ শেষ করা হবে বলে আশাবাদী ইউক্রেন।
-
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি হ্যাংগারে সোভিয়েত আমলের প্লেনটা রয়েছে। অ্যান্টোনোভ এএন-২২৫ মডেলের প্লেনটাকে এখনও পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। যত্ন করেই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়। গত ৩০ বছর ধরে এই প্লেনটাকে যত্ন সহকারে রাখা হয়েছে।
-
ইউক্রেন একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিতে সুবিশাল এই প্লেনটির নির্মাণকাজ শুরু হয়। ৭০ শতাংশ নির্মাণকাজ শেষও হয়ে যায়। এরপর ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। প্লেনটির মালিকানা চলে যায় ইউক্রেনের হাতে। এরপর প্লেনটির নির্মাণকাজ আর শেষ করতে পারেনি ইউক্রেন।
-
ইউক্রেন অবশ্য এখনও প্লেনটির নির্মাণকাজ শেষ করার ব্যাপারে আশাবাদী। মাঝে ২০১৬ সালে চীনের নির্মাতারা এই প্লেনটির নির্মাণকাজ শেষ করার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছিল। কিন্তু এটি কিভাবে চীনে নিয়ে যাওয়া হবে সে ব্যাপারে কোনও সমাধান পাওয়া যায়নি। এই কারণে সে পরিকল্পনাও বাতিল করা হয়।