বাঁশের বাড়ি ঘর
ইন্দোনেশিয়ার গ্রিন ভিলেজ নামের গ্রামে মানুষের বসবাসের সবকিছু বাঁশ দিয়ে তৈরি করা হয়।
-
ইন্দোনেশিয়ার গ্রিন ভিলেইজ নামের একটি গ্রামে মানুষের বসবাসের ঘর বাড়িসহ সব ধরনের আসবাবপত্র বাঁশ দিয়ে তৈরি হয়।
-
গ্রিন ভিলেজের বাসিন্দার মনে করেন বাঁশ হচ্ছে সবচেয়ে পরিবেশ বান্ধব উদ্ভিদ।
-
তাই সব কাজে তারা বাঁশ ব্যবহার করে থাকেন।
-
গ্রিন ভিলেজের বাসিন্দারা বাঁশ দিয়ে সব ধরনের অভিজাত আসবাবপত্র তৈরি করেন।
-
একটি আবাসিক হোটেলের সুদৃশ্য কক্ষ। এর সবই বাঁশ দিয়ে নির্মিত।
-
বাঁশের তৈরি বাড়িতে বাঁশের দোলনা ও খাট।
-
বাঁশ দিয়ে ছাতার মত বাড়ি নির্মাণ করা হচ্ছে।
-
বাঁশের তৈরি নজরকাড়া শয়ন কক্ষ।