বাথটবে গোসল করার সময় দুর্ঘটনা এড়াতে যে বিষয়গুলো এড়াবেন
সম্প্রতি গোসল করতে গিয়ে বাথটবের পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলিউড অভিনেত্রী শ্রীদেবীর। মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের মতো দেশে এই ধরনের দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা নেহাত কম নয়।
-
বাথটবের পানি যেন উষ্ণ হয়। অতিরিক্ত গরম নয়। অতিরিক্ত গরম পানিতে শরীর হঠাৎ ডুবিয়ে দিলে ছ্যাঁকা লেগে হুড়মুড়িয়ে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।
-
বাথটবে পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বাথটবের মেঝতে রবার ম্যাট বা ননস্কিড ম্যাট পেতে রাখুন।
-
বাথটব কখনোই দুই তৃতীয়াংশের বেশি পানি ভর্তি করবেন না। কারণ পানি নামলে এমনিতেই জলের মাত্রা বেড়ে যাবে। তাতে পিছলে পড়ার ঝুঁকি থাকবে।
-
পানি বিদ্যুতের সংস্পর্শে এলে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। তাই গোসলের পরই সারা শরীর ভালোভাবে তোয়ালে দিয়ে শুকনো করে মুছে নিন। ভেজা শরীরে গিজার বা অন্য কিছুর সুইচে হাত দেবেন না। গিজারের সুইচ বন্ধ করে তবেই জলে নামুন।
-
বাথটবের ধারে কাছে হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার বা ইলেকট্রনিক রেজারের মতো কোনো অ্যাপ্লায়েন্স রাখবেন না। যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা।
-
শিশু বা বাচ্চাদের কখনোই বাথটবে একা ছেড়ে দেবেন না। ওদের পানিতে বসিয়ে দিয়ে অন্য কাজে মন দেবেন না।