ফেসবুকে জনপ্রিয়তা বাড়াতে ৯টি সহজ পদ্ধতি
অনেকেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। এমন অনেকেই রয়েছেন, যাদের পোস্টে লাইক, কমেন্ট প্রচুর। এবারের অ্যালবামের মাধ্যমে জেনে নিন ফেসবুকে জনপ্রিয়তা বাড়াতে ৯টি সহজ পদ্ধতি।
-
ফেসবুকে ‘লাইক’ সব পোস্টে লাইক না দিয়ে, গুরুত্ব বুঝে দেখে ‘লাইক’ দিন। অনেক সময় লাইকের চেয়ে কমেন্ট বেশি কার্যকরী হয়। সেক্ষেত্রে রুচিশীল কমেন্টের মাধ্যমে অন্যের কাছে নিজের গুরুত্ব তুলে ধরা যায়।
-
ফেসবুক স্টেটাসে ব্যতিক্রমী হওয়ার চেষ্টা করুন। যদি নিজে ভাল স্টেটাস নাও লিখতে পারেন তবে বিভিন্ন ওয়েবসাইট থেকে ভালো কোনও কবিতা বা গদ্যের অংশ শেয়ার করতে পারেন।
-
যদি পারেন তাহলে ফেসবুকে নিজের প্রতিভার প্রচার করুন। আপনি যদি ভালো রান্না, গান, কবিতা, নাচ কিংবা ছবি আঁকতে পারেন তাহলে সেসবের ছবি কিংবা ভিডিও ফেসবুকে শেয়ার করুন। এতে আপনারই গুরুত্ব বাড়বে।
-
ফেসবুকে নিজেকে হাসিখুশিভাবে মেলে ধরুন। বিষণ্ন ও খিটখিটে স্বভাবের মানুষের কেউ বন্ধু হতে চায় না। মজার স্টেটাস কিংবা মজার কমেন্ট লিখে ফেসবুকে জনপ্রিয়তা বাড়ান।
-
যদি পারেন তাহলে ফেসবুকে নিজের প্রতিভার প্রচার করুন। আপনি যদি ভালো রান্না, গান, কবিতা, নাচ কিংবা ছবি আঁকতে পারেন তাহলে সেসবের ছবি কিংবা ভিডিও ফেসবুকে শেয়ার করুন। এতে আপনারই গুরুত্ব বাড়বে।
-
অচেনা মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো থেকে নিজেকে বিরত রাখুন। অচেনা কোনো মেয়ে যদি আপনার মেসেজের রিপ্লাই না দেয় তাহলে তাকে বিরক্ত করা থেকে দূরে থাকুন। অন্যথায় জনপ্রিয়তা তো দূর, সাইবার আইনে ফেঁসে যেতে পারেন।
-
প্রোফাইলে নিজের পেশা, কর্মস্থল, স্কুল-কলেজ প্রভৃতি স্পষ্টভাবে উল্লেখ করুন। এগুলো উল্লেখ করা থাকলে অন্যের কাছে আপনার প্রোফাইলটি আরও গ্রহণযোগ্য হয়।
-
দুম করে ফেসবুকে কিছু পোস্ট করবেন না। ভেবে দেখুন আপনি যা পোস্ট করতে যাচ্ছেন, তা অন্যের কাছে বিরক্তিকর হবে না তো! ভেবে নিয়ে তবেই পোস্ট করুন।
-
তবে এ সব করলেই যে আপনি ফেসবুকে জনপ্রিয় হয়ে যাবেন তা নয়। তার চেয়েও বড় কথা, এই ব্যাপারটাকে খুব বেশি পাত্তা না দেওয়াই ভাল। অন্যথায় মনোকষ্টই বাড়বে। বরং ফেসবুককে কেবল বন্ধুদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ভাবুন।