বিশ্বের যেসব ব্রিজ প্রয়োজনে সরানো যায়
পৃথিবী এখন প্রযুক্তির স্বর্ণশিখড়ে আরোহণ করছে। বিভিন্ন দেশ এমন এমন প্রযুক্তি ব্যবহার করছে যার খবর আমাদের চমকে দেয়। এবারের অ্যালবামে থাকছে বিশ্বের যেসব ব্রিজ প্রয়োজনে সরানো যায় তার ছবি।
-
ইংল্যান্ডে অবস্থিত ‘টাওয়ার ব্রিজ’-এর উপরের অবকাঠামো প্রয়োজনে সরিয়ে ফেলা যায়। উঁচু নৌযান এর নিচ দিয়ে যাওয়ার সময় এটি সরিয়ে দেয়া যায়।
-
‘দ্য ফ্লাইং ড্র ব্রিজ’ নেদারল্যান্ড অবস্থিত। ঢাকনার মত ব্রিজের একটি অংশ যান্ত্রিক সহযোগিতায় তুলে ফেলা যায়।
-
ইংল্যান্ডের ‘গেটসেড মিলেনিয়াম ব্রিজ’ নিউক্যাসলে অবস্থিত। এটি দেখলে বিস্মিত হতে হয়।
-
ফ্রান্সের বোর্দের ‘পন্ট জাক চাবান ডেলমা’ নামের ব্রিজটি প্রয়োজনে অনেক উঁচুতে উঠানো যায়।
-
চোখ ধাঁধানো এই ব্রিজটির নাম ‘পুনেতে ডি লা মাজের’। এটি আর্জেন্টিনায় অবস্থিত। প্রয়োজনে এই ব্রিজটি খুব সহজেই সরানো যায়।
-
ব্রিটেনের ওয়েলস-এ ‘দ্যা ড্রাগন ব্রিজ’ নামের এ ব্রিজটি অবস্থিত। প্রয়োজনে ব্রিজটি সরিয়ে ফেলা হয়েছে।
-
‘স্কেল লেন ফুট ব্রিজ’। এটিও ইংল্যান্ডে অবস্থিত। প্রয়োজনে সরিয়ে ফেলা ব্রিজটির উপর দিয়ে অনেক ভারী যানবাহন চলতে পারে।
-
এই ব্রিজটি জার্মানিতে অবস্থিত। এটির নাম ‘হর্ন ব্রিজ’। এ ব্রিজটি দেখতে অনেক সুন্দর।