মাসে ৬০ হাজার ফ্যান তৈরি করছে ভিশন
মাসে ৬০ হাজার ফ্যান তৈরি করছে ভিশন। ভিশন ফ্যান তৈরির কারখানা ঘুরে এর চিত্র ক্যামেরাবন্দি করা হয়েছে।
-
দেশরে অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের ভিশন ফ্যান কারখানায় ফ্যান তৈরি হচ্ছে। এটি দেশের অন্যতম বৃহৎ এ ফ্যান নির্মাণ কারখানা। ছবি : মাহবুব আলম
-
শ্রমিকদের অধিকাংশই নারী। তরুণ নারী শ্রমিকরা যেন আধুনিক মেশিনগুলোর সঙ্গে কথা বলছেন অহর্নিশ। ছবি : মাহবুব আলম
-
কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, এই কারখানার যাত্রা শুরু ২০১৩ সালের আগস্ট মাসে। প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রথমে সীমিত পরিসরে ভিশন ফ্যান তৈরি শুরু হয়। ছবি : মাহবুব আলম
-
কর্মীদের কাজে অযত্ন নেই, নেই কোনো অবহেলা। কারখানার শ্রমিকবান্ধব পরিবেশই তাদের আপন করে তুলেছে। পরিশ্রম আর নিষ্ঠার মধ্য দিয়ে শ্রমিকরাও যোগ্যতার প্রমাণ রাখছেন সেখানে। ছবি : মাহবুব আলম
-
এ করাখানায় শুরুর দিকে দৈনিক মাত্র একশ-দেড়শ ফ্যান তৈরি করা হতো। দুই বছরেই আমূল পরিবর্তন আসে উৎপাদনে। এখন প্রতিদিন প্রায় দুই হাজার ফ্যান তৈরি হচ্ছে এ ফ্যাক্টরিতে। ছবি : মাহবুব আলম
-
প্রতি মাসে গড়ে ৬০ হাজার ফ্যান তৈরি হচ্ছে এখানে। দুই শিফটে প্রতিদিন মোট ৬০০ শ্রমিক কাজ করছেন, যাদের ৬০ শতাংশই নারী। ছবি : মাহবুব আলম
-
ফ্যানে রং লাগানোর কাজে ব্যস্ত এক কর্মী। এ বছর দুই লাখ ৪০ হাজার ফ্যান বাজারজাত করার লক্ষ্য নেয়া হয়েছে, যা গতবারের (২০১৬) চেয়ে এক লাখ ১০ হাজার বেশি। ছবি : মাহবুব আলম
-
সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় ভিশন ফ্যানের প্রতিটি পার্টস, বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরির ফলে এর প্রতিটি অংশ অত্যন্ত মজবুত। বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ইনগট নিশ্চিত করে দীর্ঘ স্থায়িত্বও নিশ্চিত করা হয়। ছবি : মাহবুব আলম
-
সিলিং ফ্যানের দাম দুই হাজার ৫৫০ থেকে তিন হাজার ২৫০ টাকা। ভিশন ফ্যানের ডিলার ও আরএফএল-এর বিভিন্ন আউটলেট-বেস্টবাই, ভিশন ইম্পোরিয়াম ও ইজি বিল্ড-এর মাধ্যমে দেশের সর্বত্র এ পণ্য বাজারজাত করা হয়। ছবি : মাহবুব আলম
-
কারখানায় গিয়ে দেখা যায়, সেখানে আধুনিক কিউসি ল্যাব স্থাপন করা হয়েছে। উৎপাদনের প্রতিটি ধাপে স্বয়ংক্রিয় মেশিনে মান নিয়ন্ত্রণ করা হয়। ছবি : মাহবুব আলম
-
কারিগরি বিষয়ে ফ্যাক্টরির টেকনেশিয়ানরা জানান, ভিশন ফ্যানে রোবোটিক পদ্ধতিতে ডাই কাস্টিং করা হয়। এর ফলে ফ্যানের সঠিক পুরুত্ব থাকে ও কর্মীদের পরিশ্রমও কমে এসেছে। ছবি : মাহবুব আলম