চীনের অদ্ভুত ১০ স্থাপত্য
চীন প্রাচীনকাল থেকেই জ্ঞানে-বিজ্ঞানে সমৃদ্ধ। স্থাপত্য নির্মাণেও চীনের অনেক খ্যাতি রয়েছে। সেদেশের দশটি অদ্ভুত ১০ স্থাপত্য নিদর্শন নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
টি-পট শেপ বিল্ডিং : অদ্ভুত সুন্দর এই স্থাপত্য নিদর্শনটি চীনের উক্সিতে অবস্থিত। এটি চীনের অন্যতম জনপ্রিয় স্থাপনা।
-
গুয়োটাই আর্টস সেন্টার : এটি চীনের চংক্যুইং অঞ্চলে অবস্থিত। এটি দেখতে সত্যিই অদ্ভুত সুন্দর।
-
পিয়ানো হাউস : পিয়ানোর মত দেখতে এই স্থাপনাটি চীনের হুইনান প্রদেশে অবস্থিত। এটি চীনের অন্যতম পর্যটন এলাকা হিসেবে পরিচিত।
-
চায়না সেন্ট্রাল টেলিভিশন হেডকোয়ার্টার : চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত এই রাষ্ট্রীয় টেলিভিশন কেন্দ্রটি সত্যিই নজরকাড়া।
-
গুয়াংঝৌ সার্কেল : বৃত্তাকার এই মনোমুগ্ধকর স্থাপনাটি চীনের গুয়াংঝৌ প্রদেশে অবস্থিত।
-
গ্যালাক্সি সোহো : বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা চীনের বেইজিংয়ে অবস্থিত এই স্থাপনাটি দেখতে আসেন।
-
রিং অব লাইফ : চীনের ফুসুন অঞ্চলের এই অপূর্ব সুন্দর স্থাপনাটি দেখলে সবার ভালো লাগবে।
-
উলিইয়াঙগিয়া ইবিন হেডকোয়ার্টার : চীনের ইবিনে অবস্থিত এই স্থাপনাটি চৈনিক স্থাপত্য শৈলীর নিদর্শন বহন করছে।
-
গেট টু দ্য ইস্ট : চীনের সুঝৌ প্রদেশের এই স্থাপত্য নিদর্শনটি সেদেশের বিশালতার কথাই যেন প্রকাশ করছে।
-
শেরাটন হুঝৌ হট স্প্রিং রিসোর্ট : চোখ ধাঁধানো অপূর্ব সুন্দর এই স্থাপনাটি চীনের মানুষের সুন্দর রুচির পরিচয়ের কথা মনে করিয়ে দেয়।