বিশ্বের তাক লাগানো অদ্ভুত ১০ ভাস্কর্য
বিশ্বের তাক লাগানো অদ্ভুত ১০ ভাস্কর্য নিয়ে এই অ্যালবাম।
-
জাপানি খ্যাতিমান ভাস্কর হিরোতোশি অদ্ভুত সব ভাস্কর্য তৈরি করেছেন। তার তৈরিকৃত ১০টি ভাস্কর্য নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
পাথর দিয়ে খেলার ছলে তৈরি করেছেন এমন সব অসাধারণ শিল্প। তাই স্থানীয়দের কাছে হিরোতোশি স্টোনম্যান নামেই বেশি পরিচিত।
-
জাপানের মাৎসুমতো শহরে তার বাড়ির পাশেই রয়েছে নদী। সেই নদীর ধার থেকে হালকা ওজনের এই সব পাথর জোগাড় করেন হিরোতোশি।
-
নদীর ধার থেকে আনা পাথর দিয়েই হিরোতোশি বানিয়ে ফেলেন এমন সব অদ্ভুত স্কাল্পচার।
-
১৯৮২ সালে টোকিও ন্যাশনাল ফাইন আর্টস ইউনিভার্সিটি থেকে পাশ করেন হিরোতোশি। পাশ করার পরপরই তিনি ভাস্কর্য তৈরিতে মনোযোগী হন।
-
ইউনিভার্সিটি থেকে পাশ করার পর অভিনব ভাস্কর্য তৈরির ভাবনা মাথায় আসে হিরোতোশির। নদীর পাশ থেকে পাথর কুড়িয়ে এনে বাড়িতেই শুরু হয় তার শিল্পচর্চা।
-
এই কাজে সাধারণত গ্রানাইট বা মার্বেল জাতীয় সফ্ট রক ব্যবহার করা হয়েছে।
-
পাথর দিয়ে শীতের পোশাক বানানো হয়েছে পাথর দিয়ে।
-
সকালের নাস্তার টেবিলে পাথরের ভাস্কর্য। দেখতে আসলেই অদ্ভুত লাগে।
-
নানা রকম যন্ত্রপাতি মেটাল, কৃত্রিম দাঁত, শামুক-ঝিনুক, দড়ি প্রভৃতি ব্যবহার এই চোখটি বানানো হয়েছে।