দেশের আলোড়ন সৃষ্টিকারী উদ্ভাবন
দেশের ক্ষুদে শিক্ষার্থী কিংবা বিজ্ঞানমনস্করা মাঝে মাঝেই এটা-সেটা তৈরি করে চমকে দেন। কেউ হেলিকপ্টার বানাচ্ছেন। কেউ তেল ছাড়া চালাচ্ছেন মোটরসাইকেল। কেউবা আবার রোবট বানিয়েও চমকে দিয়েছেন।
-
অনলাইনে ভিডিও দেখে মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে হেলিকপ্টার তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন খুলনার যুবক নাজমুল ইসলাম খান। যদিও হেলিকপ্টারটি তিনি এখনো ওড়াতে পারেননি। তবে এটি ওড়ানোর ব্যাপারে ব্যাপক আশাবাদী তিনি। ছবি: ফেসবুক থেকে নেওয়া
-
তাজুল ইসলাম (৫২) কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী। তিনি ১৮ বছর সাধনার পর একটি মোটরসাইকেল তৈরি করেছেন। এটি ধোঁয়াবিহীন শতভাগ পরিবেশবান্ধব। খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা। সরকারি-বেসরকারি সহায়তা পেলে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে এমন মোটরসাইকেল উৎপাদন করতে চান। ছবি: ফেসবুক থেকে নেওয়া
-
বাংলা, ইংরেজি ও আঞ্চলিক ভাষাসহ বিভিন্ন দেশের ভাষায় কথা বলা রোবট তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন বরিশালের আগৈলঝাড়ার ক্ষুদে বিজ্ঞানী সুজন পাল। উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের সরকারি গৌরনদী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তিনি। ছবি: ফেসবুক থেকে নেওয়া
-
নবম শ্রেণির মেধাবী ছাত্র রাকিব তৈরি করলেন রোবট। যা মানুষের বিভিন্ন কাজে ব্যবহৃত হবে। রোবটটি তৈরি করতে তার সময় লেগেছিল ৫-৬ মাস। খরচ হয়েছে ৩০-৩৫ হাজার টাকা। ছবি: ফেসবুক থেকে নেওয়া
-
করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ৬ মাসে পরিত্যক্ত সব জিনিসপত্র দিয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থী গোলাম মাওলা রনি ভেকু মেশিন তৈরি করেন। তিনি স্যালাইনের পাইপ, সিরিঞ্জ, কাগজ ও প্লাস্টিক দিয়ে মেশিনটি তৈরি করেন। তার উদ্ভাবিত এ যন্ত্র দিয়ে মাটি কাটতে কোনো অর্থের খরচ হবে না। ছবি: ফেসবুক থেকে নেওয়া