নতুন অ্যাডভেঞ্চার স্কুটার আনছে হোন্ডা
বাইকের জগতে অন্যতম জনপ্রিয় টু হুইলার সংস্থা হোন্ডা। হোন্ডার নতুন কিছু এলো মানেই তার সঙ্গে জুড়ে থাকবে অসংখ্য নতুনত্ব। এবার জনপ্রিয় এ সংস্থাটি হোন্ডা স্টাইলো নামের একটি স্কুটার আনছে বাজারে। এ স্কুটারটি একটি হাই-পারফরম্যান্স স্কুটার, শুধু পারফরম্যান্স নয়, ডিজাইনের দিক দিয়েও এটি একটি সেরা বিকল্প হতে চলেছে।
-
এই মুহূর্তে বাজারে জনপ্রিয় নাম হোন্ডা অ্যাক্টিভা। মজবুত বডি, দারুণ মাইলেজ এবং কম দামের কারণে মধ্যবিত্তের কাছে পছন্দের স্কুটার। তবে লাইনআপে ১৬০ সিসির স্কুটার নেই কোম্পানির। আজকাল বাইকের মতো স্কুটিতেও হাই-পারফরম্যান্স চাইছেন ক্রেতারা। সেই চাহিদা পূরণ করতে পারে হোন্ডা স্টাইলো। ছবি: সংগৃহীত
-
হোন্ডা স্টাইলো এটি একটি প্রিমিয়াম স্কুটার। যেখানে আপনি ডিজিটাল ইনস্ট্রুমেন্টস ক্লাস্টার, এলইডি লাইটিং, কি লেস সিস্টেম এবং ইউএসবি চার্জার পাওয়া যাবে। স্মার্ট ফিচার যারা পেতে চান তাদের জন্য এই সব বৈশিষ্ট্য থাকছে স্কুটারটিতে। অ্যাক্টিভার থেকে আয়তনে বড় হবে এই মডেল। ছবি: সংগৃহীত
-
নতুন স্কুটারে ইঞ্জিনের ক্ষেত্রে পাবেন ১৫৬6 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ১৫.৪ হর্সপাওয়ার এবং ১৩.৮ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে থাকবে ১২ ইঞ্চি হুইল। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এতে পাওয়া যাবে ডুয়েল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস) এবং ডিস্ক ব্রেক। ছবি: সংগৃহীত
-
এ বছরের শেষে অথবা ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে এই স্কুটার বাজারে আনতে পারে হোন্ডা। ছবি: সংগৃহীত