বাহুবলী বাইক আনলো ট্রায়াম্ফ
বাজারে দুরন্ত গতি ও শক্তিশালী ইঞ্জিনের বাইক আনলো জনপ্রিয় বাইক সংস্থা ট্রায়াম্ফ। রকেট ৩ জিটি এবং রকেট ৩ আর বাইকের নতুন স্টর্ম ভার্সন লঞ্চ করলো সংস্থাটি। দুর্দান্ত এ বাইককে অনেকেই নাম দিয়েছেন বাহুবলী।
-
দুর্দান্ত এ বাইকের ফিচার্সের ক্ষেত্রে পাবেন টিএফটি স্ক্রিন, কর্নারিং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, এলইডি লাইটিং, ডে টাইম রানিং ল্যাম্প, হিল্ড হোল্ড কন্ট্রোল (পাহাড়ি রাস্তার জন্য), ক্রুজ কন্ট্রোল, কি লেস ইগনিশন এবং ব্যাকলিট সুইচ। মোটরসাইকেলে পাবেন ইউএসবি চার্জিং পোর্টও। আরও দুটি ফিচার রয়েছে। তবে তা আলাদা করে অ্যাক্সেসরিজ হিসাবে নিতে হবে। বাইকের সঙ্গে পাবেন না। ছবি: সংগৃহীত
-
এই দুই সুবিধা হলো-টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম এবং ব্লুটুথ কানেক্টিভিটি। গরম গ্রিপও পাবেন রাইডাররা। আধুনিক ফিচার্সের পাশাপাশি শক্তিশালী ইঞ্জিন চালিত দুই বাইক ট্রায়াম্ফ স্টর্ম রকেট। ছবি: সংগৃহীত
-
দুই মোটরসাইকেলে পাবেন ২৪৫৮ সিসি ৩ সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ ১৬৫ হর্সপাওয়ার থেকে হর্সপাওয়ার এবং ২২১ এনএম টর্ক থেকে ২২৫ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ার এবং কুইকশিফটার। বাইকের সামনের চাকায় রয়েছে ১৭ ইঞ্চি এবং পেছনে ১৬ ইঞ্জিন চাকা। অ্যালহুনিয়াম হুইল টাইপ দিয়েছে ট্রায়াম্ফ। ছবি: সংগৃহীত
-
কার্নিভাল রেড ও স্যাফায়ার ব্ল্যাক, স্যাটিন প্যাসিফিক ব্লু ও ম্যাট স্যাফায়ার ব্ল্যাক এবং স্যাফায়ার ব্ল্যাক ও গ্রানাইট-এই তিনটি রঙের বিকল্প পাওয়া যাবে দুই মোটরসাইকেল। দুটোতেই রয়েছে একই ইঞ্জিন ক্যাপাসিটি। তবে রাইডিং স্টান্স এবং অ্যাসথেটিক্স রয়েছে আলাদা। ছবি: সংগৃহীত
-
ভারতে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে দুই বাইকের দাম যথাক্রমে- ২১ লাখ ৯৯ হাজার রুপি এবং ২২ লাখ ৫৯ রুপি নির্ধারণ করেছে। ছবি: সংগৃহীত