নারীরা রাত জেগে ইন্টারনেটে কী সার্চ করেন?
ক্রমেই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। পুরুষের পাশাপাশি নারীরাও এর ব্যবহার থেকে পিছিয়ে নেই। প্রত্যেকেই তার প্রয়োজনীয় বিষয় ইন্টারনেটে সার্চ দিয়ে সহজেই পেয়ে যাচ্ছেন। নারী এবং পুরুষের ইন্টারনেটের সার্চের বিষয়ে ভিন্নতা রয়েছে। এবার জেনে নিন নারীরা রাত জেগে ইন্টারনেটে যে ৫ বিষয় সার্চ করেন।
-
এই যুগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ইন্টারনেটের যুগ। আট থেকে আশি, পুরুষ থেকে নারী ইন্টারনেট ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। প্রত্যেকের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে এই ইন্টারনেট। গত দশকের তুলনায় এই দশকে ইন্টারনেটের ব্যবহার প্রচুর বেড়েছে। শুধু একটা ক্লিকের মাধ্যমে সহজেই যে কোনো ধরনের তথ্য হাতের মুঠোয় চলে আসে ইন্টারনেটের সাহায্যে। ছবি: সংগৃহীত
-
তবে এই ইন্টারনেটের ব্যবহারে ছেলে আর নারীদের মধ্যে কিছু পার্থক্য আছে। যেহেতু দুই ধরণের মানুষের চাহিদা, ভালোলাগা ইত্যাদি আলাদা তাই নারী পুরুষ ভেদে চিন্তাভাবনার বিরাট পার্থক্য রয়েছে। সমীক্ষায় বেরিয়ে এসেছে এক দারুণ চমকে দেওয়া তথ্য। নারীরা রাতের অন্ধকারে বিছানায় শুয়ে একান্তে কী সার্চ করেন ইন্টারনেটে? তারই উত্তর খুঁজেছে এই সমীক্ষা। আর তাতে বেরিয়ে এসেছে মজাদার অজানা রহস্য। ছবি: সংগৃহীত
-
শপিং অ্যাপ-এ উইন্ডো শপিং: নারীদের সঙ্গে শপিংয়ের অবিচ্ছেদ্য সম্পর্ক। এমন নারী খুঁজে পাওয়া মুশকিল যে শপিং করতে ভালোবাসেন না। নারীরা সাজুগুজু করতে পছন্দ করেন। তাই বিশ্রামের সময় তারা দেখে নেন কি কি কিনবেন। কোন ড্রেস তার নেই, যেটা কিনতে হবে। শুধু ড্রেস নয়, জুতা, ঘড়ি, মেক আপ কিটস থেকে শুরু করে রান্নাঘরের সরঞ্জাম। যে কোনো জিনিস কেনাকাটার প্রতি আগ্রহ নারীদের তুলনামূলক বেশি। তাই রাতের বেলায় মেয়েদের সবচেয়ে বেশি ভার্চুয়ালি সার্চ দিতে দেখা যায় শপিং অ্যাপগুলোতে। ছবি: সংগৃহীত
-
বিভিন্ন চ্যানেলে ধারাবাহিক দেখতে পছন্দ করেন নারীরা। কাজের মধ্যে হয় না দেখা। তাই ট্রেনে বাসে যাতায়াত করার সময় বা ঘুমনোর আগে দেখে নেন ছোট্ট করে সেই ক্লিপিং। ছবি: সংগৃহীত
-
সিরিয়াল বা ধারাবাহিক দেখার তালিকায় নারীদের নাম প্রথমে রয়েছে। তাই সারাদিনের ব্যস্ততার মধ্যে নিজের প্রিয় সিরিয়ালটি দেখা না হলে রাতের বেলায় ঠিক দেখে নেন সেটা। অনেকে ট্রেনে বাসে যাতায়াত করার সময় বা ঘুমনোর আগে রাতের বেলায় ধারাবাহিকগুলোর রিপিট টেলিকাস্ট দেখতে টইল দেন। ছবি: সংগৃহীত
-
বর্তমানে বিনোদন জগতে নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। এখন ওয়েব সিরিজের রমরমা বাজার। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই ওয়েব সিরিজ দেখার নেশার ডুবে আছেন। প্রায়ই কোনো না কোনো ওয়েব সিরিজের কোনো না কোনো সিজন বা এপিসোড রিলিজ হচ্ছে। হিন্দি, বাংলা, ইংলিশ মিলিয়ে একের পর এক নতুন নতুন ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে। একাকী সময় কাটানোর জন্য নারীরা ওয়েব সিরিজ দেখার জন্য ওটিটি প্লাটফর্মগুলোতে ভিড় জমান। ছবি: সংগৃহীত
-
নারীরা ভীষণ ঘুরতে পছন্দ করে। ছেলেরাও করে তবে মেয়েরা তুলনামূলক বেশি পছন্দ করেন। একটু ছুটি ম্যানেজ হলেই পছন্দের জায়গায় ছুটে যান ভ্রমণ প্রেমীরা। তাই নতুন নতুন জায়গার সন্ধান পেতে খোঁজ চালান ভ্রমণ প্রেমীরা। তাই রাতের বেলায় টুরিস্ট স্পটগুলো সার্চে নারীদের আনাগোনা অনেকটাই বেশি। ছবি: সংগৃহীত
-
বর্তমানে সোশ্যাল মিডিয়া আজ যেন এক বিনোদনের ভান্ডার। তাই সারাদিনের ক্লান্তি থেকে একটু রিফ্রেশমেন্ট পেতে সকলেই সার্ফ করেন ইন্টারনেট। সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, ইনস্টাগ্রাম, আরও নানা প্ল্যাটফর্মের নানা রকম পোস্ট, ছবি, নাচ, গান, মজার ভিডিও দেখে সময় কাটান। আবার চ্যাটিংও চলে, আছে লাইক, কমেন্ট, শেয়ার। ছবি: সংগৃহীত