হোয়াটসঅ্যাপে গ্রুপের বিরক্তি থেকে মুক্তি পাবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে এসেছে নতুন ফিচার। এতে সংযোতিত হয়েছে গ্রুপের বিরক্তিকর পরিবেশ থেকে মুক্তি পাওয়ার উপায়।
-
একাধিক নোটিফিকেশনের যন্ত্রণায় মাঝের মধ্যে প্রয়োজনীয় মেসেজটাই অজান্তে চোখের আড়াল হয়ে যায়। কিন্তু এবার সেই যন্ত্রণা থেকে মুক্তি দিল হোয়াটসঅ্যাপ। গ্রুপের প্রয়োজনীয়তা অনুসারে নোটিফিকেশন অন রাখতে পারবেন। অপ্রয়োজনীয় গ্রুপ হলে সারা জীবনের জন্য মিউট করেও রাখতে পারবেন নতুন ফিচারে।
-
নিশ্চয়ই ভাবছেন আগেও সম্ভব হত এই ফিচার। তাহলে এর মধ্যে নতুনত্ব কী?
-
হোয়াটসঅ্যাপ গতকাল টুইট করে জানিয়েছে, হোয়াটসঅ্যাপ ওয়েবেও এই নতুন ফিচার এখন উপলব্ধ।
-
ওয়ার্ক ফর্ম হোম ও অনলাইন পড়াশোনা শুরু হওয়ার পর থেকে দেখা গিয়েছে হোয়াটসঅ্যাপ ওয়েবের ব্যবহার বিপুল হারে বেড়েছে। সেক্ষেত্রে এই ফিচার খুবই প্রয়োজনীয় বলে মনে করছে সংস্থা।
-
কীভাবে পাবেন এই ফিচার? প্রথমে গ্রুপটি খুলুন। তারপর স্ক্রিনের ডানদিকের কোনের অপশনে ক্লিক করুন। সেখানে মিউট নোটিফিকেশনে ক্লিক করুন। দেখবেন তিনটি অপশন রয়েছে। যার মধ্য একটি অষধিুং। সেখানে ক্লিক করলেই মুক্তি।