সিলিং ফ্যানের ময়লা সহজে পরিষ্কার করবেন যেভাবে
আমাদের সবার বাসার ফ্যানেই ধুলো ময়লা পড়ে। ফ্যান পরিষ্কার করা বেশ ঝামেলার, সময়ও লাগে অনেক। তবে খুব কম সময়ে ফ্যানের পাখা পরিষ্কার করা যায়। জেনে নিন সে সম্পর্কে।
-
প্রথমে একটি পাতলা বালিশের কভার নিন। এবার এটি দিয়ে ফ্যানের ব্লেডের আগা থেকে গোড়া পর্যন্ত ঢেকে দিন।
-
এবার বালিশের কভারটি দু হাত দিয়ে পাখার ব্লেডের ওপরে চেপে ধরে বাইরের দিকে টান দিন। দেখবেন বালিশের কভারের ভিতর সব ময়লা চলে এসেছে। এবার বালিশের কভারটি বাইরের দিকে ঝাড়ুন, ধুলোবালি যা আছে বের হয়ে যাবে! তারপর ধুয়ে ফেলুন।
-
এবার ফ্যানের দিকে তাকান, দেখবেন একদম নতুনের মত হয়ে গিয়েছে ! এই পদ্ধতিতে খুব সহজে ফ্যান পরিষ্কার করা যায়। সমব লাগে ঠিক ১ মিনিট! নিয়মিত যদি এইভাবে ফ্যান পরিষ্কার করেন, তা হলে আর হাজার ঝামেলা পুশিয়ে, সাবান পানি দিয়ে ফ্যান পরিষ্কার করতে হবে না!
-
মাসের মধ্যে অনন্ত একবার এভাবে ফ্যান পরিষ্কার করুন।