ফেসবুকের পুরোনো পোস্ট ডিলিট করবেন যেভাবে
ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট না করেই ডিলিট করুন আপনার পুরনো পোস্ট। কীভাবে করবেন সে সম্পর্কে জেনে নিন।
-
আর কেউ সযত্নে আপনার অতীত মনে রাখুক ছাই না রাখুক, ফেসবুক রাখবেই! সকালবেলা টিংটং করে ঘণ্টি বাজবে ‘ইয়োর মেমরি’ এবার স্মৃতি মানেই তা মধুর হবে, এমনটা তো নয়! অনেক পুরনো স্মৃতিই আপনি মুছে ফেলতে চান! কিন্তু সে তো বহু বছর আগেই পোস্ট করে ফেলেছিলেন ফেসবুকে! এখন কীভাবে মুছবেন তার জন্য রয়েছে সহজ উপায়।
-
প্রোফাইলে গিয়ে Activity Log খড়ম ক্লিক করুন। টাইমলাইনে আপনার প্রতিটা অ্যাক্টিভিটি, এমনকী শেয়ার, কমেন্ট, লাইক-এর বিস্তারিত তালিকা চলে আসবে। মোবাইল-এ Filters এবং ডেক্সটপে Filter অপশন ক্লিক করে বেছে নিনি কী ধরনের পোস্ট দেখতে চান। এবার এরমধ্যে কোনও কনটেন্ট ডিলিট করতে চাইলে এলিপসিস আইকন ক্লিক করে রিঅ্যাকশন বা ট্যাগ সরিয়ে দিন।
-
পুরনো ছবি ডিলিট না করে হাইড করতে পারেন। যে পোস্টটি হাইড করতে চান তার পাশের এলিপসিস-এ ক্লিক করে Hide from Timeline অপশন সিলেক্ট করুন। যদি শুধু আপনি দেখতে চান, Only সব অপশন ক্লিক করুন।
-
পুরনো পোস্ট আর্কাইভ করতে পারেন। চাইলে ডিলিটও করতে পারেন। Activity Log খড়ম-এ গিয়ে Manage Activity ক্লিক করুন। এবার Your Posts ক্লিক করুন। যে পোস্টটা হাইড করতে চান তারপাশে Archive অপশনে ক্লিক করুন, যেটা ডিলিট করতে চান Trash অপশন ক্লিক করুন।