বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে যা করবেন
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৪ জুন ২০২০
আপডেট: ১২:৫৪ পিএম, ০৪ জুন ২০২০
এখন বৃষ্টির সময়। বৃষ্টির সাথে এখন অধিকাংশ সময়ই বজ্রপাত হচ্ছে। অনেক মানুষও মারা যাচ্ছে বজ্রপাতে। এবার জেনে নিন বজ্রপাতের বিপদ থেকে বাঁচতে যে ধরনের সাবধানতা থাকতে হবে।
-
যদি দেখেন বৃষ্টির সঙ্গে বাজ পড়ছে, আর আপনি বাড়ির বাইরে রয়েছেন, তাহলে কিছুক্ষণের জন্য হলেও কোথাও একটা আশ্রয় নিন। কোনো দোকান বা বাড়ির বারান্দা হলে ভালো।
-
বাজ পড়ার সময় অবশ্যই বাড়ির বৈদ্যুতিক সমস্ত জিনিস, গেজেটের কানেকশন বন্ধ রাখুন। প্লাগ খুলে রাখুন। বজ্রপাতের সময় বাড়ির ধাতব বস্ত ধরবেন না।
-
বাড়ির দরজা জানলা বন্ধ রাখুন। বারন্দায়, জানলার ধারে ধাতব কোনো চেয়ার বা তেমন জিনিসে বসবেন না।
-
পানির সংস্পর্শে আসবেন না। পুকুরের আশেপাশে থাকলে সেখান থেকে সরে আসুন।
-
গাড়িতে থাকলে অবশ্যই গাড়ির জানলা খুলে রাখুন। ভুলেও গাড়ি গাছের তলায় দাঁড় করাবেন না নিজে গাছের তলায় আশ্রয় নেবেন না। এতে বিপদের সম্ভাবনা বেশি।