বাড়িতে যেসব গাছ রাখবেন না
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৬ মে ২০২০
আপডেট: ০৫:২৮ পিএম, ০৬ মে ২০২০
সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের গাছ বাড়িতে রাখতে পছন্দ করেন অনেকেই। তবে সব ধরনের গাছ বাড়িতে রাখতে নেই বলে অনেকে বিশ্বাস করেন। যেসব গাছ বাড়িতে না রাখাই ভালো তা জেনে নিন।
-
ক্যাকটাস: নানা ধরনের ক্যাকটাস হয়। কিন্তু যেগুলোতে কাঁটা থাকে, সেই ধরনের ক্যাকটাস বাড়িতে রাখা একেবারেই অনুচিত।
-
বনসাই: এই গাছ বাড়ির অন্দরে না থাকাই ভালো। প্রয়োজনে বাগানে রাখতে পারেন।
-
তেঁতুল গাছ: কথিত, এই গাছে অশরীরী থাকে। তাই ভুলেও এই গাছ বাড়িতে রাখবেন না।
-
মৃত গাছ: কোনো মৃত গাছ বাড়িতে ফেলে রাখবেন না। এর ফলে বাড়িতে সুখ-শান্তি বিঘ্নিত হতে পারে।
-
তুলা গাছ: এই ধরনের গাছ বাড়িতে রাখলে কোনো দিন বাড়ির উন্নতি হবে না।
-
বাড়ির উত্তর এবং পূর্ব দিকে পাত্র করে কোনো গাছ রাখবেন না।
-
বাড়ির চৌহদ্দির মধ্যে কোনোদিন কোনো বিশাল আকৃতির গাছ রাখা উচিত নয়।