ফেসবুকে যে ১০টি কাজ করবেন না
বর্তমান সময়ে যত সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে তার মধ্যে ফেসবুক অন্যতম ও জনপ্রিয়। আমরা অনেকেই প্রতিদিন দীর্ঘ সময় ফেসবুক ব্যবহার করি। তবে অনেক কিছুই না জেনে ফেসবুকে করে ফেলি। যা করা উচিত নয়। এতে একাধিক বিপদ ডেকে আনতে পারে। জেনে নিন কোন কোনকাজ ফেসবুকে করা উচিত নয়।
-
আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনার বাচ্চাদের দূরে রাখাই ভাল। আর যদি কখনো ফ্যামিলি ফটো পোস্ট করেন তবে সেখানে দেখতে হবে যে সেই ছবিতে বা কোথাও যেন বেশি ডিটেল না থাকে। এর মধ্যে আপনার বাচ্ছা কি খাচ্ছে, তাদের স্কুলের বিষয়, সময় ইত্যাদি। হ্যাকার আর খারাপ ব্যাক্তিরা সব সময়ে এই ধরনের ব্যক্তিগত তথ্য জানার চেষ্টা করে।
-
সোশ্যাল মিডিয়াতে খুব বেশি কিছু দিলে আপনার মনে হতে পারে যে আপনার প্রতিদিনের কাজ ফেসবুক না করলে সেখানে কোন পোস্ট না করলে অসম্পূর্ণ থাকে। যখন আপনি ফেসবুকে কিছু পোস্ট করছেন তখন আপনার বন্ধুদের কমেন্ট বা লাইক আশা করেন। এই পোস্ট করা আর কমেন্ট বা লাইক আপনার ভালো লাগলেও বাস্তবে তা নাও হতে পারে বিশেষত তখন যখন আপনি সঠিক জিনিস দিয়ে অ্যাট্রাক্ট করতে পারছেন না।
-
ড্রিঙ্ক করে যেমন গাড়ি চালানো উচিত না তেমনি, একইভাবে ড্রিঙ্ক করে ফেসবুকে কিছু পোস্ট করা উচিত না। ড্রাঙ্ক হয়ে আপনি কিছু পোস্ট করলে বা কোনো মেসেজ করলে আপনাকে সেই ব্যক্তি সোবার বলে মনে করবে না। আর ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ড্রিঙ্ক করে বা ড্রাঙ্ক হয়ে কিছু পোস্ট করা সেই ব্যাক্তির জন্য নেগেটিভ জিনিসের বার্তা বহন করে।
-
আপনার বন্ধু তালিকায় ৬০০ বা তার বেশি বন্ধু আছে বলে তার মানে এই নয় যে বাস্তবে আপনারা বন্ধু সংখ্যা তত। আর তাই ফেসবুকে যে কোন কাউকে অ্যাড করা বন্ধ করুন। এটি এমন একটি প্লাটফর্ম যেখানে আপনারা আপনাদের ব্যাক্তিগত তথ্য দেন আর তা যে কোনো অপরিচিত লোকের কাছে যাওয়া মোটেও ঠিক ব্যাপার না।
-
আপনার বাড়ির ঠিকানা, অফিসের ঠিকানা আর টাইমিং এই সব ডিটেল ফেসবুকে দেয়ার উচিত না। এমন কি কোনো পোস্টেও এই জিনিস করা উচিত না। এগুলো আপনাকে যে স্টক করছে তাদের জন্য খুব কাজের হলেও আপনার জন্য তা বিপদ ডেকে আনতে পারে।
-
আপনি যদি নতুন গাড়ি কেনেন, বা কিছু জেতেন বা কোনো ইভেন্টে কিছু পান সেই সব কিছু আর টাকা জাতীয় তথ্য প্রাইভেট রাখা উচিত। এই সব কিছু ফেসবুকে পোস্ট করা মোটে ও কাজের না।
-
ফেসবুকে কখনো কাউকে ভার্বালি অ্যাবিউস করবেন না বা খারাপ কিছু বলবেন না। তা করলে সবাই এর স্ক্রিনশট নিয়ে আপনার বিরুদ্ধে ব্যাবহার করতে পারবে।
-
আরও একটি বড় জিনিস হল এই যে ছবি বা পাসপোর্ট, সার্টিফিকেট, ডিগ্রি ইত্যাদির মতন পার্সোনাল ডকুমেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা উচিত না। আর আপনার ট্রেন বা ফ্লাইট টিকিট ফেসবুকে পোস্ট করাও খুব বাজে আইডিয়া।
-
ফেসবুকে ছবি ট্যাগ আরও একটি ব্যাপার। সব সময়ে ফেসবুকে কাউকে ট্যাগ করার আগে তা রিভিউ করে নিন।