যেভাবে হাতের লেখা সুন্দর করবেন
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ১৪ মার্চ ২০১৮
আপডেট: ০৭:১৪ পিএম, ১৪ মার্চ ২০১৮
‘হাতের লেখা সুন্দর হলে পরীক্ষায় অধিক নম্বর পাওয়া যায়’-আদর্শ লিপিতে এ কথা আমরা অনেকেই পড়েছি। আসলেই কথাটি সত্য। হাতের লেখার কারণে পরীক্ষায় নম্বর পাওয়া নির্ভর করে। এবারের অ্যালবামের মাধ্যমে জেনে নিন হাতের লেখা সুন্দর করবেন কীভাবে।
-
হাতের লেখা সুন্দর করার জন্য কালির পেন কিংবা পেনসিল দিয়ে লিখুন।
-
পেনের নিবের একেবারে মাখায় হাতটি ধরে রাখুন।
-
লেখার সময়ে কনুই-কবজি নমনীয় করুন।
-
লেখার সময় কাঁধ না নাড়ানোই উচিত।
-
চাল বা বালির উপর আঙুল দিয়ে লেখা প্র্যাকটিস করুন।
-
খুব চেপে পেন কিংবা পেনসিল না ধরাই উচিত।
-
প্র্যাকটিস করার জন্য লাইন থাকা পৃষ্ঠাতেই লেখা উচিত।
-
লেখার গতি কম থাকলে হাতের লেখা ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
-
ক্যালিগ্রাফি পেনের সাহায্যে লিখুন।