২০২১ সালে শীর্ষ সোশ্যাল ইনফ্লুয়েন্সার ছিলেন যারা
শুধু গুজব কিংবা নেতিবাচক কাজ দিয়ে ভাইরাল নয়, ইতিবাচক বক্তব্য ও মানবকল্যাণে বিভিন্ন কাজ করে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন অনেকেই। চলতি বছর এমন কয়েকজন ইনফ্লুয়েন্সার সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন। জেনে নিন ২০২১ সালের এমন কয়েকজন শীর্ষ ইনফ্লুয়েন্সার সম্পর্কে।
-
ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন: তিনি বিগত কয়েক বছর ধরে ইতিবাচক বক্তব্য ও নিজ অর্থায়নে বিভিন্ন সামাজিক কাজ করে জনপ্রিয়তা লাভ করেছেন। চলতি বছরও তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনায় ছিলেন। ছবি: সংগৃহীত
-
ডা. তাসনিম জারা: করোনাকালে তিনি সহজ সাবলীল ভাষায় বিভিন্ন সচেতনতামূলক ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বেশ জনপ্রিয়তা লাভ করেন। বর্তমানে ইংল্যান্ডে পড়াশোনা করছেন তিনি। ছবি: সংগৃহীত
-
সোলায়মান সুখন: তরুণদের ক্যারিয়ার গঠনে বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য প্রকাশ করে এবছরও সোশ্যাল মিডিয়ায় সবর ছিলেন। বর্তমানে তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের চিফ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার হিসেবে কাজ করছেন। নগদকে জনপ্রিয় করতে তার ব্যাপক অবদান রয়েছে। ছবি: সংগৃহীত
-
মুনজেরিন শহীদ: সহজে ইংরেজি শেখার কারণে তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন। সম্প্রতি তিনি সহজে ইংরেজি শেখার ‘ঘরে বসে স্পোকেন ইংলিশ’ শিরোনামের একটি বইও প্রকাশ করেছেন। ছবি: সংগৃহীত
-
প্রিসিলা নাজনীন ফাতেমা: তিনি আমেরিকার নিউইয়র্কে বসবাস করেন। তবে সেখানে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের জীবনঘনিষ্ঠ বিভিন্ন ধরনের ভিডিও প্রকাশ করছেন। চলতি বছর তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের তরুণদের উদ্বুদ্ধ করে মানবকল্যাণে কাজ করছেন। ছবি: সংগৃহীত