পৃথিবীর দিকে প্রচণ্ড গতিতে ছুটে আসছে যে ৮ গ্রহাণু
ঘূর্ণিঝড়, ভূমিকম্পের পর পৃথিবীর দিকে দুর্বার গতিতে ধেয়ে আসছে ৮ গ্রহাণু। জেনে নিন সেই গ্রহাণু সম্পর্কে।
-
চরমতম নাসার সতর্কতা। নাসার পক্ষ থেকে জানানো হয়েছ ৫ জুন থেকে পৃথিবীর কাছাকাছি বা পাশাপাশি প্রায় ৮ ধরনের আর্থ অবজেক্ট বা পৃথিবীর উপাদান নির্গত হবে। এই বিষয়ে বিভিন্ন তথ্য দিতে গিয়ে সেন্টার ফর নিয়ার আর্থ অবজেকটস স্টাডিজের পক্ষ থেকে জানানো হয়েছে ৫ জুন ঠিক ভোর ৪.৪৪ মিনিটে এক্সটেরয়ে ২০২০ কেএন ৫ পৃথিবীর একদম পাশ থেকে চলে যাবে।
-
জানতে পারা গিয়েছে এর গতিবেগ ১২.৬৬ কিলোমিটার প্রতি সেকেন্ডে। সিএনইওএস সূত্রে খবর এক্সটেরয়েড পৃথিবী থেকে ৬১ লাখ কি.মি. দূর থেকে তুমুল গতিতে বেরিয়ে যাবে। সকালের পরেও ৫ জুন সন্ধা ৫.৪১ মিনিটে এক্সটেরয়েড বা গ্রহাণু ২০২০ কেএ৬ পৃথিবীর থেকে ৪৪.১৩ লাখ কি.মি. দূর থেকে নির্গত হবে। যার গতিবেগ ৪১,৬৫২ কিমি প্রতি ঘণ্টায় হবে।
-
এরপরের দিন অর্থাৎ ৬ জুন সকাল ৮.৫০ মিনিটে এস্টেরেয়ড ২০০২ এনএন ৪ পৃথিবীর পাশ দিয়েই চলে যাবে। এস্টেরেয়ড ২০০২ এনএন ৪ এর গতিবেগ ৪০,১৪০ কি.মি. প্রতি ঘণ্টায। নাসা সূত্রে খবর, এস্টেরেয়ড ২০০২ এনএন ৪-এর ব্যাস ৫৭০ মিটার হবে। প্রায় ৫টি ফুটবল ময়দানের সমান।
-
সকালের পরে ৬ জুন প্রায় রাতে ১১.০৮ টায় এস্টেরেয়ড (গ্রহাণু) ২০২০ কেকিউ ১ নির্গত হবে। ৬ জুন বিকেল ৪.৩০ এর কাছাকাছি ২০২০ কেওএ ১ নামের এস্টেরেয়ড পৃথিবীর পাশ দিয়ে নির্গত হবে। এর গতিবেগ ঘণ্টায় ২১,৯৩০ কিমি। এর আকার খুব একটা বড় হবেনা। রাত ৮.৪৫ মিনিট পরে পৃথিবী থেকে ১৪.৩১ লাখ কিমি দূরে এস্টেরেয়ড ২০২০ এলএ নির্গত হবে।
-
৫ ও ৬ জুনের পরে ৭ জুন দুপুরে ১২.০৩ টায় পৃথিবীর পাশ দিয়ে এস্টেরেয়ড (গ্রহাণু) ২০২০ কেএ৭ নির্গত হবে। এর গতিবেগ ঘণ্টায় ২৬,৪২৪ কি.মি.। এক ঘণ্টার ভিতরেই ৭ জুন ফের বেলা ১২.৪৫ মিনিটে পৃথিবীর পাশ দিয়ে এস্টেরেয়ড ২০২০ কেকে৩ নির্গত হবে। পৃথিবী থেকে প্রায় ৬৮.০২ লাখ কি.মি. দূর দিয়ে বেরিয়ে যাবে। এস্টেরেয়ড গ্রহাণুগুলো পৃথিবীর পাশ দিয়ে নির্গত হওয়ার ফলাফল কী হবে তা এখনও জানা যায়নি।