উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ
আজ শনিবার বিকেলে রাজধানীর প্রাণ সেন্টারে আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবিতে দেখুন অনুষ্ঠানের মুহূর্তগুলো।
-
নিবন্ধ প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের ফটোসেশন। ছবি: মাহবুব আলম
-
প্রতিযোগিতায় বিজয়ী এক প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, ‘আমি এখানে এসে সমৃদ্ধ হয়েছি। আমরা কিছু জানি, অনেক কিছু জানি না। আমি আশান্বিত হয়েছি এখানে উপস্থিত সবাই কম সময়ে অনেক কথা বলেছেন। আমরা শুরু করতে জানি, শেষ করি না। আপনারা যারা শুরু করেছেন, আশা করি তা বিস্তৃত হবে।’ ছবি: মাহবুব আলম
-
সনদ প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অংশগ্রহণকারীরা। ছবি: মাহবুব আলম
-
স্বাগত বক্তব্যে জাগোনিউজ২৪.কমের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, ‘উইকিপিডিয়ার এ কর্মসূচির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এ প্রতিযোগিতার মাধ্যমে উইকিপিডিয়ায় নতুন করে এক হাজার নিবন্ধ যুক্ত হয়েছে। আশা করি ভবিষ্যতে নিবন্ধের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।’ ছবি: মাহবুব আলম
-
জাগো নিউজের ফিচার সম্পাদক আরিফুল ইসলাম আরমানের সঞ্চালনায় অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন উইকিপিডিয়ান মো. দেলোয়ার হোসেন, মীর্জা শাহিদুল হাসান রোমান, মামুন মেহেদী, সোলায়মান উদ্দিন, গালিব প্রমুখ। ছবি: মাহবুব আলম