৫০ বছর আগে প্রথম চাঁদে যাওয়ার ছবি দেখুন
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১৯ জুলাই ২০১৯
আপডেট: ০১:৩৯ পিএম, ১৯ জুলাই ২০১৯
চাঁদের মাটিতে মানুষের পা রাখার সংবাদ ছিল বিশ্বব্যাপি এক বিস্মকয়র ঘটনা। এই বিস্ময়কর ঘটনা ঘটেছিল আজ থেকে ৫০ বছর আগে। দেখুন যেভাবে মানুষ চাঁদে পা রেখে ছিল।
-
এডউইন অলড্রিন লুনার মডিউল ‘ঈগলের’ পাইলট চাঁদের মাটিতে।
-
৩৬৩ ফুটের স্যাটার্ন ভি রকেটে চড়ে মহাকাশ পাড়ি দিচ্ছে অ্যাপোলো ১১।
-
এডউইন অলড্রিন ও মার্কিন পতাকা চাঁদের মাটিতে।
-
চন্দ্র অভিযানের আরও এক সতীর্থ নেইল আর্মস্ট্রং।
-
চাঁদের মাটিতে হেঁটে দেখেন অলড্রিন।
-
চাঁদ থেকে কেমন দেখতে পৃথিবী? অ্যাপোলো ১১ অভিযানে তোলা ছবি।
-
লুনার মডিউল থেকে সিঁড়ি বেয়ে নামছেন অলড্রিন।
-
চাঁদের ভূতল।