যেভাবে বুঝবেন আপনার বাচ্চা প্রযুক্তির আসক্তির শিকার হয়েছে
প্রাপ্তবয়স্কদের থেকেও বর্তমান প্রজন্মের শিশুদের মধ্যে মোবাইল বা স্মার্ট গ্যাজেটস-এর প্রতি আসক্তি বেড়েছে। মার্কিন চিকিৎসক এরিক সিগম্যান তার রিসার্চ পেপার ‘স্ক্রিন ডিপেন্ডেনসি ডিসঅর্ডার: আ নিউ চ্যালেঞ্জ ফর চাইল্ড নিউরোলজি’তে বলেছেন স্ক্রিনের প্রতি অসম্ভব এই আসক্তির নানারকম উপসর্গ থাকে।
-
স্ক্রিন ডিপেন্ডেনসি ডিসঅর্ডার থেকে অনিদ্রা, পিঠ ব্যথা, অস্বাভাবিক ওজন বৃদ্ধি বা হ্রাস হতে পারে।
-
সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, এসডিডির ফলে অসততা, চোখের সমস্যা, একাকিত্ব এবং মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে।
-
যে সমস্ত শিশুরা দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে তাদের আচার আচরণে অদ্ভুত কিছু সমস্যা দেখা যায়। এরা হঠাৎ করেই তাদের স্বাভাবিক আচরণের থেকে বিপরীত আচরণ করে।
-
দীর্ঘক্ষণ মোবাইল নিয়ে শুয়ে থাকা, চালচলনে অলসতা এমন উপসর্গ দেখা দিলে বুঝতে হবে সেই বাচ্চা এসডিডিতে আক্রান্ত।
-
প্রতিদিনের কাজকর্ম করাতে বিরক্তি প্রকাশ করলে, ঘরের বাইরে খেলতে যাওয়ার ইচ্ছে কমে গেলে বুঝতে হবে এই সমস্যাগুলির পেছনে স্ক্রিন ডিপেন্ডেনসি ডিসঅর্ডারই দায়ী।
-
এমনিতেই শিশুদের সুষম খাদ্য তালিকা প্রাথমিক স্তরে না গঠন করলে খাওয়া দাওয়ার প্রতি তাদের একটা অনীহা তৈরি হয়। তার উপর স্ক্রিন ডিপেন্ডেনসি ডিসঅর্ডার থেকে অপুষ্টির মতো রোগও দেখা দিতে পারে।
-
স্ক্রিনের প্রতি এই আসক্তি যদি দিনের পর দিন বাড়তে থাকে এবং আপনার বাচ্চাকে কোনোভাবেই তা থেকে বিরত না রাখতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার বাচ্চা গুরুতরভাবে এসডিডিতে আক্রান্ত।