চলচ্চিত্র কৌতুক গানে সব জায়গাতেই ছিলেন হকিং
বিশ্বসেরা সদ্যপ্রয়ায় বিজ্ঞানী স্টিফেন হকিং চলচ্চিত্র কৌতুক গানে সব জায়গাতেই সরব ছিলেন।
-
চলচ্চিত্রের মতোই বর্ণময় ছিল হকিংয়ের ব্যক্তি জীবনও। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বন্ধুর বোন জেন ওয়াইল্ডের প্রেমে পড়ে তাকে বিয়ে করেন হকিং। ১৫ বছরের বিবাহিত জীবনের পর দুজনের মধ্যে দূরত্ব বাড়লে নিজের নার্স এলিন ম্যাসনের প্রেমে পড়েন ও তাকে বিয়ে করেন হকিং।
-
দীর্ঘ অসুস্থতার জীবনেও মহাকাশে পাড়ি দিয়েছিলেন স্টিফেন হকিং। ২০১৬ সালে ন্যানো স্টারশিপ প্রজেক্টে হকিংয়ের সঙ্গে হাত মিলিয়েছিলেন নাসার গবেষকরা।
-
২০০৪ সালে ‘হকিং’ ছবিতে তার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা বেনেডিক্ট কামবারব্যাচ। ছবিতে দেখানো হয়েছিল ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ার সময় স্টিফেন হকিংয়ের জীবন। এরপর স্টারগেট আটলান্টিস সিরিজের পঞ্চম সিজনের ১৬তম পর্বেও দেখানো হয় তাকে।
-
দ্য সিম্পসন কার্টুন সিরিজের দে সেভড লিজা’স ব্রেন এপিসোডে দেখা গিয়েছিল হকিংয়ের কার্টুন। ফিউচারামা সিরিজে বিভিন্ন সময় গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল হকিংয়ের। দ্য অ্যান্থোলজি অব ইন্টারেস্ট-এ ভাইস প্রেসিডেন্সিয়াল অ্যাকশন রেঞ্জার্স-এর সদস্য হিসেবে দেখা গিয়েছিল হকিং-এর চরিত্রায়ণ।
-
লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার, দ্য কালচার শো, এলিয়েন প্ল্যানেট, আই লভ দ্য ওয়ার্ল্ড, লেট নাইট উইথ কোনান ও’ব্রায়েন, ইন্টু দ্য ইউনিভার্স উইথ স্টিফেন হকিন্স, মাস্টারস অব সায়েন্স ফিকশন, রেড ডোয়ার্ফ, টিভি ওফাল, স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন, দ্য ইলেভেন্থ আওয়ার, জিনিয়াস অব ব্রিটেন, দ্য বিগ ব্যাং থিওরি, রেড নোজ ডে ২০১৫, ইউনিভার্সিটি চ্যালেঞ্জ ২০১৬-১৭ শো-তে অতিথি হিসেবে এসেছেন স্টিফেন হকিং।
-
কম্পিউটার স্টু, ডক্টর হু, দ্য রং কোস্ট, উইবল অ্যান্ড বব, ইউজার ফ্রেন্ডলি, হকিং, লিগালি ব্লন্ড, লস্ট, নকড আপ, দ্য ভাইসার অব ডিবল, ফাদার টেড, হুজ লাইন ইজ এনিওয়ে, সিনফিল্ড, ম্যালকম ইন দ্য মিডল, দ্য ডবল, দ্য আইটি ক্রাউড, দ্য কোলবার্ট রিপোর্ট, গুডনাইট সুইটহার্টস, ব্লইডারস, দ্য অ্যাভেঞ্জার্স সিনেমায় কখনো ছবি হিসেবে উঠে এসেছেন হকিং। কখনো শুধুই তার নামের রেফারেন্স ব্যবহার করা হয়েছে।
-
দ্য ক্রিটিক, ডেক্সটার্স ল্যাবরেটরি, ডিলবার্ট, ফ্যামিলি গাই, ফক্স ট্রট, দ্য গ্রিম অ্যাডভেঞ্চার্স অব বিলি অ্যান্ড ম্যান্ডি, জিমি নিউট্রন, পিঙ্কি অ্যান্ড দ্য ব্রেন, ট্রান্সফর্মার্স অ্যানিমেটেড, আগলি আমেরিকানস কার্টুনেও রেফারেন্স হিসেবেও উঠে এসেছেন হকিং।
-
সায়েন্স ফিকশন উপন্যাস, হাইপারিয়ান ক্যান্টোস টেট্রোলজি, স্যাটায়রিক্যাল নিউজপেপার দ্য অনিয়ন, কমিক স্ট্রিম ব্লুম কাউন্টি, উপন্যাস হাইপারিয়ন-এ উঠে এসেছে হকিং-এর নাম।
-
হকিংয়ের ভয়েস স্যাম্পল হিসেবে ব্যবহার করেছিলেন পিঙ্ক ফ্লয়েড। দ্য ডিভিশন বেল অ্যালবামের কিপ টকিং ও দ্য এন্ডলেস রিভার অ্যালবামের টকিং হকিং ট্র্যাকে ব্যবহৃত হয়েছে হকিংয়ের ভয়েস। তার নাম উঠে এসেছে রবিন উইলিয়ামসের গানেও।