চলছে উদ্যোক্তা হাট
বৃহস্পতিবার সকালে উদ্যোক্তা হাটের উদ্বোধন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। চলবে আজ বিকেল পর্যন্ত। এবারের অ্যালবামে থাকছে উদ্যোক্তা হাটের ছবি।
-
উগ্যোক্তা হাটের স্টল পরিদর্শন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এ সময় তাকে শুভেচ্ছা উপহার দেয়া হয়।
-
‘গয়না বাড়ি’ উদ্যোগের স্টল পরিদর্শন করছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। পুরনো কাগজ দিয়ে এ গয়না তৈরি করা হয়েছে।
-
পুরনো বোতলে নানা ধরনের রঙ করে দৃষ্টিনন্দন করা হয়েছে। এ উদ্যোগের নাম ‘ফিনারী’।
-
উদ্যোক্তা হাটে পাওয়া যাচ্ছে এ রুটি মেকার। ইজি মডেলের রুটি মেকারের দাম ২ হাজার ৯শ’ টাকা এবং এক্সপার্ট মডেলের দাম ৩ হাজার ৮শ’ টাকা।
-
উদ্যোক্তা হাটে টেবিলে সাজানো বাহারি ডিজাইনের জুতা। পাশে চামড়ার তৈরি মানিব্যাক, বেল্ট, সেন্ডেল, পাসপোর্ট কভার, ব্যাগসহ নানা পণ্য। এমন পণ্যের পসরা নিয়ে বসেছে ভাইপার লেদার।
-
স্বাস্থ্য সেবা স্টলে আগতদের ভিড়। ই-স্বাস্থ্য কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করেছে ডক্টরোলা ডট কম।
-
উদ্যোক্তা হাটের বিভিন্ন স্টল থেকে কেনাকাটায় আইপে দিয়ে বিল পরিশোধে ১০ ভাগ ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। ম্যাজিক রুটি মেকার, নানারকম.কমসহ কয়েকটি স্টলে এই সুবিধা রয়েছে।
-
উদ্যোক্তা হাটে যে কোনো ধরনের হোস্টিং কেনার ক্ষেত্রে ৫০ ভাগ ছাড় দিচ্ছে হোস্টমাইট। হোস্টিং ছাড়াও ডোমেইন রেজিস্ট্রেশন, ওয়েবসাইট তৈরি, গুগলের জি-সুইট সেবা দেয় হোস্টমাইট।