বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোন
জনপ্রিয়তার দিক দিয়ে অ্যাপল শীর্ষ স্থানে রয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাকি ফোনগুলোর তথ্য নিয়ে ও ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
আইফোন সিক্স এস : ২০১৬ সালে সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে অ্যাপলের আইফোন সিক্স এস। ২০১৫ সালের সেপ্টেম্বরে বাজারে আসে এই স্মার্টফোনটি।
-
আইফোন সেভেন : আইএইচএস-এর তথ্য অনুযায়ী, দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপলের এই স্মার্টফোনটি। সিক্সের পিছনেই রয়েছে অ্যাপলের বর্তমান সংস্করণটি। গত বছর অক্টোবরে লঞ্চ হওয়া এই ফোনটির দাম ৫০ হাজার টাকা।
-
আইফোন সেভেন প্লাস : তৃতীয় স্থানটিও অ্যাপলের পকেটে। সৌজন্যে আইফোন সেভেন প্লাস। ৬০ হাজার টাকার দামের এই স্মার্টফোনটির ডিসপ্লে ৫.৫ ইঞ্চি, ২ জিবি র্যাম। ৭ মেগাপিক্সেল ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরা রয়েছে স্মার্টফোনটিতে।
-
আইফোন সিক্স এস প্লাস : বিশ্বের সবচেয়ে বিক্রিত স্মার্টফোনের মধ্য চতুর্থ স্থানেও অ্যাপলের। আইফোন সিক্স এস প্লাস রয়েছে এই জায়গায়। মোবাইলটির দাম ৪০ হাজার টাকার কাছাকাছি।
-
স্যামসাং গ্যালাক্সি এস সেভেন এডজ : এক থেকে চার নম্বরে অ্যাপল। এর পরে পঞ্চম স্থানে স্যামসাংয়ের গ্যালাক্সি এস সেভেন স্মার্টফোন। এই মোবাইলটির দাম ৪৪ হাজার টাকার কাছাকাছি। ৪ জিবি র্যাম, ৩৬০০ এমএএইচ ব্যাটারি এবং কোয়াড এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এই স্মার্টফোনটির।
-
স্যামসাং গ্যালাক্সি জে থি : গত বছর মার্চ মাসে লঞ্চ হয় গ্যালাক্সি জে থ্রি। দাম ৮,৯৯০ টাকা। সবচেয়ে বেশি বিক্রি হওয়ার তালিকায় ৬ নম্বর স্থানে রয়েছে এই স্মার্টফোনটি।
-
অপ্পো এ ৫৩ : অ্যাপল এবং স্যামসাংয়ের একচেটিয়া ‘দখলদারি’র মধ্যে জায়গা করে নিয়েছে অপ্পোর এ-৫৩ মডেলটি। ২০১৫ সালের ডিসেম্বরে বাজারে আসে এই স্মার্টফোনটি। ১৯ হাজার টাকার কাছাকাছি দাম স্মার্টফোনটির।
-
স্যামসাং গ্যালাক্সি জে ফাইভ : ফের আট নম্বর জায়গায় স্যামসাং ফিরে এসেছে। গত বছর বাজারে আসে ওই সংস্থার গ্যালাক্সি জে ফাইভ স্মার্টফোনটি। ভারতে এই মোবাইলটির দাম ১০ হাজার টাকার কাছাকাছি।
-
স্যামসাং গ্যালাক্সি এস সেভেন : নয় নম্বর স্থানে রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস সেভেন। বাজারে এর দাম ৪০ হাজার টাকার কাছাকাছি। গত বছর মার্চে বাজারে আসে এস সেভেন।
-
স্যামসাং গ্যালাক্সি জে সেভেন : দশ নম্বর স্থানেও স্যামসাং। স্যামসাং গ্যালাক্সি জে সেভেন গত বছর বাজারে আসে। এই স্মার্টফোনটির দাম ১৬ হাজার টাকার কাছাকাছি।