পানির অপচয় কমাতে ৭ টি উপায় জেনে নিন
পানি ছাড়া অচল। তাই পানির আরেক নাম জীবন। এই পানির অপচয় রোধে এখনই সচেতন হোন।
-
পানির ট্যাপের প্রতি খেয়াল রাখুন : মুখ ধোয়া বা দাঁত ব্রাশ করার সময় পানির ট্যাপ বন্ধ রাখুন। একান্ত যদি গরম পানি পেতে ট্যাপ একটু খুলে রাখতে চান, তাহলে সেই পানি ব্রাশ ধোয়ার কাজে ব্যবহার করতে পারেন।
-
কাপড় বা থালাবাসন পরিষ্কারে সতর্ক হন : কাপড় ধোয়া বা থালাবাসন পরিষ্কারের মেশিন এখন ক্রমশ জনপ্রিয় হচ্ছে। পুরোপুরি ভর্তি না হওয়া অবধি এ সব মেশিন ব্যবহার থেকে বিরত থাকুন।
-
অপ্রয়োজনে ফ্লাশ নয় : অনেকেই যখন-তখন টয়লেট ফ্লাশ করে থাকেন। এতে প্রচুর পানি অপচয় হয়। তাই একান্ত প্রয়োজন না হলে ফ্লাশ করা থেকে বিরত থাকুন।
-
পুকুরে ময়লা ফেলা নয় : বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মানুষ সুযোগ পেলেই পুকুর বা খালে ময়লা ফেলে। এতে করে পানি দূষিত হয়।
-
পানির পাইপের দিকে নজর দিন : অনেক সময় পানির পাইপে থাকা বিভিন্ন জোড়া হালকা হয়ে চুইয়ে চুইয়ে পানি বাইরে পরে যায়। একটু সতর্ক হলেই এভাবে পানির অপচয় রোধ করা যায়।
-
গোসলের সময় অপচয় নয় : বাথরুমে থাকা গতানুগতিক বা পুরনো পানির ঝরনাগুলো সরিয়ে ফেলুন। বর্তমানে বাজারে পানি সাশ্রয়কারী ঝরনা পাওয়া যায়। সেগুলো ব্যবহারের মাধ্যমে ২০ থেকে ৬০ শতাংশ পানির অপচয় রোধ সম্ভব।
-
পানি কখনো ফেলে দেবেন না : পানি পান করার পর যদি গ্লাসের তলায় খানিকটা পানি থেকে যায়, তাহলে তা ফেলে দেবেন না। সেটুকু আপনার গাছের গোড়ায় ঢালতে পারেন কিংবা চায়ের কেটলিতে জমাতে পারেন।