সাম্প্রতিক সময়ের ১০টি মারাত্মক ঘূর্ণিঝড়
বিগত কয়েক বছরে প্রলয়ঙ্করী বেশ কিছু ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এবার জেনে নিন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের ১০টি মারাত্মক ঘূর্ণিঝড় সম্পর্কে।
-
ভোলা (১৯৭০): অনেকেরই মতে ভারত ও বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া সবচেয়ে মারাত্মক কিছু সাইক্লোনের মধ্যে এটি একটি। বঙ্গোপসাগরের এই ঘূর্ণিঝড় উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে প্রচুর ক্ষতি করে। এতে বায়ুর সর্বোচ্চ গতিবেগ ছিলো ১৮৫ কি.মি. প্রতি ঘণ্টায়।
-
ওড়িষা সাইক্লোন (১৯৯৯): ভারতের ওড়িষার এই সুপার সাইক্লোনের ভয়ঙ্কর স্মৃতি আজও অনেকের মনে আছে। প্রসঙ্গত, আম্ফানের সঙ্গে এই ওড়িষা সাইক্লোনের তুলনা করছেন অনেকে। এতে বায়ুর সর্বোচ্চ গতিবেগ ছিলো ২৯০ কি.মি. প্রতি ঘণ্টায়।
-
আইলা(২০০৯): মারাত্মক এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের লাখ লাখ মানুষ ঘর ছাড়া হন। এই ঝড়ের বেশ কিছু প্রাকৃতিক ও সামাজিক প্রভাব এখনো বর্তমান পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায়। বায়ুর সর্বোচ্চ গতিবেগ ছিল ১১০ কি.মি. প্রতি ঘণ্টায়।
-
ফিয়ান (২০০৯): আরব সাগরের এই ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশের অন্যতম 'আর্দ্র' সাইক্লোন বলা হয়। কারণ এর প্রভাবে ভারতের পশ্চিম উপকূলে তামিলনাড়ু মহারাষ্ট্র, কর্ণাটক এবং গুজরাটে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল। এর বায়ুর সর্বোচ্চ গতিবেগ ছিলো ৯০ কি.মি. প্রতি ঘণ্টায়।
-
নীলম (২০১২): দক্ষিণ বঙ্গোপসাগরে উদ্ভূত এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা গিয়েছিল ভারতের তামিলনাড়– এবং অন্ধ্র উপকূলে। এর বায়ুর সর্বোচ্চ গতিবেগ ছিলো ৯০ কি.মি. প্রতি ঘণ্টায়।
-
পাইলিন (২০১৩): ১৯৯৯ সালে ভারতের উড়িষ্যার সুপার সাইক্লোনের পর এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এর মারাত্মক প্রভাব দেখা গিয়েছিল উড়িষ্যা, অন্ধপ্রদেশ ও ঝাড়খন্ডে। এর বায়ুর সর্বোচ্চ গতিবেগ ২৬০ কি.মি. প্রতি ঘণ্টায়।
-
হুদহুদ (২০১৪): ভারতের উড়িষ্যায় এবং অন্ধ্রপ্রদেশে মারাত্মক প্রভাব পড়েছিল ঘূর্ণিঝড়ের। এর বায়ুর সর্বোচ্চ গতিবেগ ছিলো ২০০ কি.মি. প্রতি ঘণ্টায়।
-
তিতলি (২০১৮): বাংলাদেশ ও ভারতের উড়িষ্যার গোপালপুর ও অন্ধপ্রদেশের শ্রীকাকুলামে ল্যান্ডফোন হয়েছিল মারাত্মক ঘূর্ণিঝড় তিতলির। এর বায়ুর সর্বোচ্চ গতিবেগ ছিলো ১৫০ কি.মি. প্রতি ঘণ্টায়।
-
ফনি (২০১৯): গত বছরের এই ঘূর্ণিঝড়ের স্মৃতি এখনো সবার মনে আছে নিশ্চয়। ফনি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হেনেছিলো। এর বায়ুর সর্বোচ্চ গতিবেগ ছিলো ২২০ কি.মি. প্রতি ঘণ্টায়।
-
বুলবুল (২০১৯): পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে মারাত্মক প্রভাব পড়েছিল এই ঘূর্ণিঝড়ের। নভেম্বরের সেই ঝড়ের স্মৃতি সবার মনে আছে। এর বায়ুর সর্বোচ্চ গতিবেগ ছিলো ১৪০ কি.মি. ঘণ্টায়।